অ্যাপশহর

ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, রণক্ষেত্র সোদপুর স্টেশন

বৃহস্পতিবার সকালে সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের।

EiSamay.Com 19 Jan 2017, 12:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর জেরে রণক্ষেত্র সোদপুর স্টেশন। ভাঙচুর করা হয়েছে স্টেশনমাস্টারের অফিস। উত্তেজিত জনতা ভাঙচুর করেছে কেবিনেও। শুরু হয় ইটবৃষ্টি। যার জেরে বন্ধ শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল। ডাউন কল্যাণী, আপ ব্যারাকপুর লোকাল-সহ চারটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সোদপুর স্টেশনে। চরম অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা।
EiSamay.Com
ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, রণক্ষেত্র সোদপুর স্টেশন


বৃহস্পতিবার সকালে সোদপুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। যাত্রীদের অভিযোগ, কোনও ঘোষণা ছাড়াই হঠাত্‍‌ ১ লাইনে ঢুকে পড়ে গ্যালোপিং কৃষ্ণনগর লোকাল। সেই সময় লাইন পার হচ্ছিলেন ৭০ বছর বয়সি দিলীপ দত্ত। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই একদল উত্তেজিত জনত ভাঙচুর চালাতে শুরু করে স্টেশনে। লাইনে শুরু করেন অবরোধ।

তথ্য: আশিস নন্দী

# passengers ransack sodepur station.
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল