অ্যাপশহর

শহর সাফে মান্ধাতার আমলেই স্মার্টের দৌড়ে আগুয়ান সল্টলেক

এই দুই শহর উন্নত হলেও এলাকার আর্বজনা পরিষ্কারের ক্ষেত্রে এখনও তারা পড়ে রয়েছে মান্ধাতার আমলে৷

EiSamay.Com 18 Jul 2016, 12:03 pm
এই সময় : স্মার্ট সিটি হওয়ার দৌড়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে সল্টলেক৷ পিছিয়ে নেই পাশের দমদমও৷ ঝাঁ চকচকে শপিং মল থেকে শুরু করে নামীদামি সংস্থা --- ধাপে ধাপে শাখা খুলছে সেখানে৷ অথচ রবিবার ওই দুই পুর এলাকার এফডি , বিডি , এডি , ব্লক, জপুর , ঘুঘুডাঙা ফাঁড়ি , পূর্ব সিঁথি , দক্ষিণদাঁড়ির রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখা গেল , ডাঁই হয়ে পড়ে রয়েছে আবর্জনার স্তপ৷ যে কারণে ওই সব রাস্তায় অনেকেই নাকে রুমাল চেপে যাচ্ছেন গন্তব্যে৷ সল্টলেকে এই দৃশ্য দেখে তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে , এটা কি শহর ? না কোনও প্রত্যন্ত গ্রাম ? জঞ্জাল পড়ে থাকার ওই ছবিতেই পরিষ্কার , এই দুই শহর উন্নত হলেও এলাকার আর্বজনা পরিষ্কারের ক্ষেত্রে এখনও তারা পড়ে রয়েছে মান্ধাতার আমলে৷ নয়ানজুলি পরিদর্শনে এসে শনিবার পরিবেশ আদালতের বিচারপতি বাঙুরের শনিমন্দির সংলগ্ন এলাকায় জঞ্জালের স্তূপ দেখে বিরক্তি প্রকাশ করে কাঠগড়ায় তুলেছিলেন দক্ষিণ দমদম পুরসভাকে।
EiSamay.Com
শহর সাফে মান্ধাতার আমলেই স্মার্টের দৌড়ে আগুয়ান সল্টলেক


তাঁর প্রশ্ন ছিল , ‘সারা বছর পুরসভা করে কী ?’ বিচারপতির ক্ষুদ্ধ হওয়ার যে যথেষ্ট কারণ রয়েছে , তা এ দিন শহরের দুই পুর এলাকার বিভিন্ন অঞ্চলে ঢুঁ মেরেও বোঝা গেল৷ এ দিন দক্ষিণ দমদম পুর এলাকার জপুর , ঘুঘুডাঙা , দক্ষিণদাঁড়ি এলাকা ঘুরেও দেখা গিয়েছে , রাস্তার দু’পাশে পড়ে রয়েছে প্লাস্টিকের ব্যাগভর্তি জঞ্জাল৷ পুরসভার দেওয়া ডাস্টবিনের অবস্থাও তথৈবচ , যাতে আর জঞ্জাল ফেলার উপায় নেই৷ সে কারণে রাস্তাতেই জঞ্জাল ফেলছেন নাগরিকরা৷ কেন সঠিক ভাবে নিত্যদিন জঞ্জাল সাফাই হচ্ছে না দমদমে ? সাফাই বিভাগের কর্মীরা এর জন্য দূষছেন পরিকাঠামোর অভাবকে৷ জঞ্জাল সাফাইয়ের গাড়ি নিত্যদিন পৌঁছয় না , এই অভিযোগ তুলেও জপুরের সৌরভ মণ্ডল বলেন , ‘পুরসভার গাড়ি না আসার পাশাপাশি আমাদের অনেকের মধ্যেই শহর পরিষ্কার রাখার প্রবণতা নেই৷ সেটাও জঞ্জাল জমে থাকার অন্যতম কারণ৷ ’ দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ (জঞ্জাল ) দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি , ‘পুর এলাকায় আয়তনের তুলনায় গাড়ি ও কর্মীর সংখ্যা কম৷ সে কারণেই কোনও কোনও ওয়ার্ডে হয়তো জঞ্জাল থেকে যায়৷

সমস্যা মেটাতে আমরা চলতি বছরেই নতুন গাড়ি ও কমপ্যাক্টর মেশিন বসাতে চলেছি৷ ’ সল্টলেকে কমবেশি সব ব্লকেই নিয়মিত জঞ্জাল সাফাইয়ের গাড়ি আসে না বলে অভিযোগ৷ বাসিন্দাদের এই অভিযোগের সত্যতা মালুম হয় উপনগরীর এফডি , বিডি ব্লক সংলগ্ন আইল্যান্ডের পাশে জঞ্জালের স্তপ দেখে৷ ওই সব ব্লকে ডাস্টবিন উপচে পড়ছে জঞ্জাল৷ জঞ্জাল সাফাইয়ের গাড়ি যে নিয়মিত ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে না , সেটাও পরিষ্কার৷ এডি ব্লকের নীহার মুখোপাধ্যায়ের অভিযোগ , ‘প্রায়ই জঞ্জাল সাফাইয়ের গাড়ি আসে না৷ বাসিন্দাদের ফেলা জঞ্জাল রাস্তায় জমে দুর্গন্ধ ছড়ায়৷ ’ বিডি ব্লকের রবিন মুখোপাধ্যায় অবশ্য শুধুমাত্র এর জন্য পুরসভার উপর দোষ চাপাতে রাজি নন৷ তাঁর দাবি , ‘বাড়ির সামনে জঞ্জাল ফেললেই জরিমানা লাগু করা উচিত৷ না হলে উপনগরীকে পরিষ্কার রাখা সম্ভব নয়৷ ’ আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে যে তাঁদের গাফিলতি রয়েছে , সেকথা স্বীকার করে নিচ্ছেন পুর নিগমের সাফাই বিভাগের কর্মীরাও৷ বিধাননগর পুর নিগমের সাফাই বিভাগের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন , ‘কোথাও সঠিক ভাবে জঞ্জাল সাফাই না হলে সরাসরি আমাদের জানান৷ তবে এখনই জঞ্জাল ফেললে জরিমানা লাগুর ব্যাপারে আমাদের কোনও ভাবনা নেই৷ ’ জঞ্জালের স্তপ --- এই সময় দমদমের রাস্তাতেও আবর্জনার স্তূপ৷
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল