অ্যাপশহর

বরানগরে মোটরবাইকে এসে কপালে গুলি করে খুন

বরানগর দর্জিপাড়ায় ধ্বনির মোড়ের কাছে আততায়ীদের গুলিতে খুন হলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। সোমবার রাত পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

EiSamay.Com 6 Jun 2016, 10:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বরানগর দর্জিপাড়ায় ধ্বনির মোড়ের কাছে আততায়ীদের গুলিতে খুন হলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। সোমবার রাত পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে, প্রাথমিক তদন্তের পর সূত্র মারফত পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম কার্তি প্রসাদ। বাড়ি কাশীপুরে। তিনি কাশীপুর গানশেল ফ্যাক্টরিতে চাকরি করতেন।
EiSamay.Com
বরানগরে মোটরবাইকে এসে কপালে গুলি করে খুন


ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, মধ্যবয়স্ক ওই ব্যক্তিকে গুলি করার আগে আততায়ীরা ধ্বনির মোড়ে তাঁর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। সংখ্যায় তারা ছিল পাঁচ জন। দু'টি বাইকে চেপে এসেছিল। কথার মাঝে আচমকাই ওই ব্যক্তির মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বরানগর থানায়।


এই ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। থমেথমে হয়ে পড়ে গোটা এলাকা। বড় অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি RAF-ও নামানো হয়। স্থানীয় বিধায়ক তাপস রায় সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হলেও, রাত ৯টা অবধি কাউকে গ্রেপ্তার করা যায়নি। বরানগর সংলগ্ন এলাকায় নাকা চেকিং করা হচ্ছে। দুষ্কৃতীদের নাগাল পেতে প্রত্যক্ষদর্শীদের সাহায্য নিচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এদিনই নীরজকুমার সিংয়ের বদলে তন্ময় রায়চৌধুরীকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে বহাল করা হয়। কিন্তু তিনি সিপি পদে বসার আগেই এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন ব্যারাকপুর পুলিশের একাংশ উচ্চপদস্থ আধিকারিক। কমিশনারেটের আওতায় আসার পর ব্যারাকপুরে খুন-জখমের ঘটনা কমলেও, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখন দেখার নতুন সিপি দায়িত্ব নেওয়ার পর অপরাধের গ্রাফ কতখানি কমে।
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল