অ্যাপশহর

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ফের বিস্ফোরণ, জখম ৩ পুলিশ

অতীতের থেকে শিক্ষা না-নিয়ে, ফের একই ভুল পুলিশের! ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা ছাড়াই বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মারাত্মক জখম হলেন তিন পুলিশকর্মী।

EiSamay.Com 24 May 2016, 8:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অতীতের থেকে শিক্ষা না-নিয়ে, ফের একই ভুল পুলিশের! ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা ছাড়াই বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মারাত্মক জখম হলেন তিন পুলিশকর্মী। সোনারপুর থানার ওই তিন পুলিশকর্মীকে চিকিত্‍‌সার জন্য কলকাতায় আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কাঠিপোতায়।
EiSamay.Com
বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ফের বিস্ফোরণ, জখম ৩ পুলিশ


পুলিশ জানায়, ভেরির দখল নিয়ে কাঠিপোতায় দু-পক্ষের সংঘর্ষ চলছিল। বোমাবাজির খবর পেয়ে ঘটানাস্থলে যায় পুলিশ। সেখানে পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করতে গেলে, আচমকা বিস্ফোরণে জখম হন তিন পুলিশ কর্মী। আহতদের চিকিত্‍‌সার জন্য কলকাতায় আনা হয়েছে।

বারবার একই ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ কেন ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা ছাড়াই বোমা নিষ্ক্রিয় করতে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মে মাসেরই গোড়ায় মালদার বৈষ্ণবনগরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় সিআইডির বম্ব স্কোয়াডের দুই অফিসারের। সালফার, পটাসিয়াম ক্লোরেট ও গান পাউডারের মতো বিস্ফোরকে আগুন ধরিয়ে নিষ্ক্রিয় করতে গিয়েই নিজেদের বিপদ ডেকে আনেন বম্ব স্কোয়াডের ওই অফিসাররা।

এর আগে একই ভুল পুলিশ করেছে ঝিটকা ও আলিপুরদুয়ারে।
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল