অ্যাপশহর

মর্মান্তিক! বাসন্তীতে লরির চাকায় পিষে মৃত ৫

শনিবার রাত ৯টা নাগাদ হাইওয়েতে দুটি লরির রেষারেষি শুরু হয়। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে। বেপরোয়া ভাবে পিষে দেয় ৮ জনকে। ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

EiSamay.Com 27 Feb 2016, 11:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! বাসন্তীর পাগলাহাটে লরির চাকায় পিষে মৃত্যু হল ৫ জনের। গুরুতর আহত আরও ৩। আহতদের চিত্তরঞ্জন হাসপতালে ভর্তি করা হয়েছে। দুই লরির রেষারেষির জেরেই দুর্ঘটনা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। এই ভয়াবহ পথদুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
EiSamay.Com
মর্মান্তিক! বাসন্তীতে লরির চাকায় পিষে মৃত ৫


প্রতি সপ্তাহের মতো শনিবারও হাট বসেছিল বাসন্তী হাইওয়ের ধারে ভাঙড়ের পাগলাহাটে। শনিবার রাত ৯টা নাগাদ হাইওয়েতে দুটি লরির রেষারেষি শুরু হয়। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে। বেপরোয়া ভাবে পিষে দেয় ৮ জনকে। ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। মৃতদের নাম সাদেক মোল্লা, নিরঞ্জন ঘোষ, রফিক মোল্লা, ওয়াহেদ আলি মোল্লা, দুলাল মণ্ডল। আহত তিন জনের মধ্যে দিলীপ ঘোষ ও ভগবতী মণ্ডলের অবস্থা অত্যন্ত সংকটজনক।

দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। চিত্তরঞ্জন হাসপাতালে আহতদের চিকিত্‍‌সার তদারকি করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে ঘাতক লরিটির চালক ও খালাসিকে ধরা যায়নি। দুর্ঘটনার পর থেকেই লরি নিয়ে তারা পলাতক।
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল