অ্যাপশহর

রক্তাক্ত পাহাড়: গলার নলি কাটা হল জওয়ানের, গুলিবিদ্ধ ২ মোর্চা সদস্য

মোর্চার জঙ্গি আন্দোলনে রক্তাক্ত চেহারা নিল দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীরা গলার নলি কেটে গুরুতর ভাবে জখম করল এক আইআরবি জওয়ানকে।

EiSamay.Com 18 Jun 2017, 1:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মোর্চার জঙ্গি আন্দোলনে রক্তাক্ত চেহারা নিল দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীরা গলার নলি কেটে গুরুতর ভাবে জখম করল এক আইআরবি জওয়ানকে। আহত জওয়ানের নাম কিরণ তামাং। আইআরবি এসি কিরণ তামাং মোর্চা সমর্থকদের গাড়ি পোড়ানো আটকাতে যান। তখনই খুকরি দিয়ে তাঁর গলার নলি কেটে দেওয়া হয়। শিলিগুড়ির হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্‍সাধীন ওই জওয়ান।
EiSamay.Com 1 irb jawan killed in darjeeling alleged death of 2 morcha supportes by police firing
রক্তাক্ত পাহাড়: গলার নলি কাটা হল জওয়ানের, গুলিবিদ্ধ ২ মোর্চা সদস্য


কিরণ তামাঙ মারা গিয়েছেন বলে প্রথমে খবর ছড়িয়ে পড়ে। নবান্নতে সাংবাদিক সম্মেলনে কিরণ তামাঙের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী। পরে প্রেস দ্য মিট শেষ করে বেরিয়ে যাওয়ার পরে আবার ফিরে এসে ওই জওয়ানের মৃত্যু হয়নি বলে জানান মমতা। তাঁর মৃত্যুর বিষয়ে কিছু ভুল খবর এসে পৌঁছেছিল। আসলে তিনি গুরুতর ভাবে আহত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে পুলিশের বিরুদ্ধে মোর্চার মিছিলে গুলি চালানোর অভিযোগ করেছেন মোর্চা নেতা বিনয় তামাং। পুলিশের গুলিতে তাঁদের দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি। সেন্ট জোসেফ কলেজের সামনে মোর্চা সমর্থকদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের গুলিতে আরও পাঁচ মোর্চা কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ।

তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য পুলিশের এডিজে আইনশৃঙ্খলা অনুজ শর্মা। পুলিশের তরফ থেকে কোনও গুলি চালানো হয়নি বলে জানিয়েছেন তিনি। বরং মোর্চার মিছিলেই গুলি চলে বলে দাবি করা হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল