অ্যাপশহর

দার্জিলিঙের পরিস্থিতি জানতে চেয়ে মমতাকে ফোন রাজনাথের

পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ে দু-জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফেরাতে সরকারি তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, রাজনাথকে তা জানান মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 18 Jun 2017, 1:11 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দার্জিলিঙের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
EiSamay.Com  darjeeling turns battleground rajnath speaks to mamata discusses hill situation
দার্জিলিঙের পরিস্থিতি জানতে চেয়ে মমতাকে ফোন রাজনাথের


এদিন মমতাকে নিজেই ফোন করেন রাজনাথ। পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ে দু-জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফেরাতে সরকারি তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, রাজনাথকে তা জানান মুখ্যমন্ত্রী। পাহাড়ে শান্তি ফেরাতে যা-যা করণীয়, মমতাকে সেইসব পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পাহাড়ে বাংলাভাষা জোর করে চাপানোর চেষ্টা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, সে সম্পর্কেও কথা বলেন রাজনাথ। পাহাড়ে যে বাংলাভাষা পড়ানো বাধ্যতামূলক নয়, তা পরিষ্কার করে ঘোষণা করতে বলেন মুখ্যমন্ত্রীকে।

গোর্খাল্যান্ডের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনের জেরে গত ১০ দিন ধরেই উত্তপ্ত পাহাড়। শনিবার পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছোড়া বোমা-ইট-বোতলের আঘাতে ৩৫ নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। এরই মধ্যে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন IRB-র এক অফিসারকে কোপানোও হয়।

অন্য দিকে, মোর্চার দাবি পুলিশের গুলিতে তাদের ২ সমর্থক নিহত হয়েছেন। যদিও এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা জানিয়েছেন, সিংমারিতে একজন মারা গিয়েছেন। রবিবার পাহাড়ে 'কালা দিন' ঘোষণা করেছে মোর্চা। মৃতদেহ নিয়ে মিছিল করার কথাও GJM-র তরফে ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেলও ছুড়তে হয় পুলিশকে।

এদিন যা ঘটেছে, তার মধ্যে গভীর ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বোমা ও অস্ত্র একদিনে জড়ো করা সম্ভব নয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। মোর্চার সঙ্গে নর্থইস্টের জঙ্গি যোগ থাকার কথা বললেও, সরাসরি কোনও সংগঠনের নামোল্লেখ করেননি।
বাংলা ভাগের প্রশ্নে তিনি যে অনড়, কিছুতেই গোর্খাল্যান্ডের দাবি মানবেন না, এদিন তা আবারও স্পষ্ট করে দেন। মমতার কথায়, 'আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না।'

এদিন প্রথমে চাউর হয়েছিল আইআরবি-র অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিরণ তামাং বিক্ষোভকারীদের হাতে নিহত হয়েছেন। মুখ্যমন্ত্রী তা গুজব বলে উড়িয়ে জানান, ওই আইআরবি অফিসারের অবস্থা এখনও আশঙ্কাজনক। শিলিগুড়ির আনন্দলোক হাসপাতালে তাঁর চিকিত্‍‌সা চলছে।

Darjeeling violence: 36 cops have been injured, claims ADG

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল