অ্যাপশহর

চিনা সংঘর্ষে শহিদ জওয়ানদের ভুল ছবি ভাইরাল! জানুন সত্য-তথ্য

লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। চিনেরও ৪৩ জন হতাহত বলে খবর সংবাদমাধ্যমে।

Times Fact Check 18 Jun 2020, 12:35 pm
এই সময় সত্য-তথ্য ডেস্ক
EiSamay.Com Indian Army
প্রতীকী ছবি


দাবি
গলওয়ান (Galwan) উপত্যকায় চিনের (China) সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের (Indian Army) শ্রদ্ধা জানিয়েছে গোটা দেশে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রিকেটার, অভিনেতা থেকে আমজনতাও সম্মানের সঙ্গে স্মরণ করেছে তাঁদের। নেটপাড়ায় ছড়িয়েছে শহিদ জওয়ানদের বিভিন্ন ছবিও। এমনই তিন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল ছবির সঙ্গে পোস্টে দাবি, ওই জওয়ানরা গলওয়ান উপত্যকায় সংঘর্ষে নিহত হয়েছেন। তাঁদের নাম- সেপই লুংগামবুই আবোনমই, নায়েক গুরচরণ সিং এবং হাবিলদার মাথিয়াজাঘান পি।

নীচে রইল এমনই কিছু সোশ্যাল পোস্ট

সত্য-তথ্য
উপরে শেয়ার করা ভাইরাল ছবিগুলি গলওয়ান উপত্যকায় চিনা সংঘর্ষে নিহত জওয়ানদের নয়। বরং, LoC-তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের হানার নিহত জওয়ানদের ছবি।

অনুসন্ধান পদ্ধতি
প্রথম ছবি

নায়েক গুরচরণ সিং


ভাইরাল ছবিটি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে নর্দ্যার্ন কমান্ডের টুইটার হ্যান্ডলের একটি পোস্ট পাওয়া যাবে। যা অনুযায়ী, নায়েক গুরচরণ সিং চলতি বছরের ১০ জুন রাজৌরি সেক্টরে পাক হানায় শহিদ হন।

দ্বিতীয় ছবি,

সেপই লুংগামবুই আবোনমই


একইভাবে ১৪ জুন নর্দ্যার্ন কমান্ডের আরেক টুইট অনুযায়ী, পুঞ্চ সেক্টরে ১৩ জুনের পাক হানায় নিহত হন সেপই লুংগামবুই আবোনমই।

তৃতীয় ছবি

হাবিলদার মাথিয়াজাঘান পি


চলতি বছরের ৫ জুন সুন্দরবনী সেক্টরে পাকিস্তানে গুলিতে নিহত হন হাবিলদার মাথিয়াজাঘান পি। টুইটে তা স্বীকার করেছে নর্দ্যার্ন কমান্ড।

গলওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ ২০ সেনা জওয়ানের তালিকা রইল নীচের ভিডিয়োতে।

সিদ্ধান্ত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শহিদ জওয়ানদের ছবি গলওয়ান উপত্যকার সংঘর্ষের নয়।

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর