অ্যাপশহর

LPG সিলিন্ডারে 55% কর চাপিয়েছে রাজ্য? জানুন ভাইরাল পোস্টের Fact Check

মধ্যবিত্তের হেঁসেলে কোপ মেরে সিলিন্ডার-পিছু রান্নার গ্যাসের দাম বেড়েছে। গৃহস্থালীর পাশাপাশি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে।

EiSamay.Com 22 Jul 2021, 7:33 pm
এই সময় সত্য-তথ্য ডেস্ক
EiSamay.Com LPG Main
প্রতীকী ছবি


দাবি

জুলাইয়ের শুরুতেই দেশজুড়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। এরমধ্যে আবার দেশের মেট্রো শহরগুলির মধ্যে সব থেকে বেশি দাম কলকাতাতেই। প্রসঙ্গত, গত ছ'মাসে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ₹140। এমন সময়েই ভাইরাল হয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে দাবি, LPG সিলিন্ডার প্রতি প্রায় 55% কর নিচ্ছে রাজ্য সরকারগুলি। এই কারণেই হইহই করে বাড়ছে LPG সিলিন্ডারের দাম। নেট নাগরিকদের অনেকেই এই পোস্ট শেয়ার করে ভাইরাল করতে সাহায্য করেছেন।

ভাইরাল পোস্টে, রান্নার গ্যাসের প্রাথমিক দাম এবং রাজ্য ও কেন্দ্রীয় করের তথ্য উল্লেখ করা হয়েছে। ভাইরাল ওই পোস্টে নেটপাড়ার বাসিন্দার কাছে প্রশ্ন করা হয়েছে, LPG-র দাম বৃদ্ধির দায় কোন সরকারের বেশি?

সত্য-তথ্য

ভাইরাল ওই দাবিটি আদতে ভুয়ো। LPG সিলিন্ডারের উপর 5% GST ধার্য করা হয়। অর্থাৎ, SGST 2.5% এবং CGST 2.5%। শুধু তাই নয়, 2019 থেকে LPG-র উপর ডিলারের কমিশন 61.84 টাকা প্রতি সিলিন্ডার নির্দিষ্ট করা রয়েছে।

অনুসন্ধান পদ্ধতি

ভাইরাল সেই পোস্ট


GST সম্পর্কে ভুয়ো তথ্য ছাড়াও ভাইরাল ওই পোস্টে ডিলারদের কমিশন নিয়েও আলটপকা তথ্য ছড়ানো হয়েছে। বাস্তবের সঙ্গে ওই তথ্যের কোনও সাদৃশ্য নেই। প্রসঙ্গত, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতি গ্যাস মন্ত্রকের অধীনস্থ পেট্রোলিয়াম প্ল্যানিং ও অ্যানালিসিস সেল বা PPAC-র রিপোর্ট খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তে এসেছে এই সময় সত্য-তথ্য। নীচে সেই তথ্যের স্ক্রিনশটও দেওয়া হয়েছে।

GST রেট। সৌজন্যে, iocl


PPAC-র রিপোর্ট
সিদ্ধান্ত

LPG গ্যাসের দাম নিয়ে রাজ্যের উপর দোষ চাপানোর চেষ্টায় যে পোস্ট ভাইরাল হয়েছে, তা আদতে ভুয়ো। সত্য-তথ্য যাচাইয়ের পর এই সিদ্ধান্তে এসেছে এই সময় সত্য-তথ্য ডেস্ক।

গোটা বিষয়ে আপনাদের কী মতামত? আমাদের জানান নীচের কমেন্ট বক্সে। মন্তব্য করুন ইংরেজি বা বাংলায়।

পরের খবর

Viral news truthসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল