অ্যাপশহর

কোভিডের চিকিৎসায় অ্যাসপিরিন কাজে আসবে? জানুন Fact Check

Fact Check : কোভিড নাকি অ্যাসপিরিনের মাধ্যমে সারানো সম্ভব। এমনই একটি Whatsapp মেসেজ ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। সত্যিই কি অ্যাসপিরিন খেলে রোগমুক্তি সম্ভব? জানুন সত্য তথ্য...

EiSamay.Com 2 Nov 2021, 2:15 pm
Fact Check : বিভিন্ন সামাজিক মাধ্যমগুলিতে ভুয়ো খবরের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। সাধারণ মানুষ যাতে ভুয়ো খবরের মাধ্যমে প্রতারিত না হয় তার জন্য প্রায়শই একাধিক বিষয়ে সতর্ক করে কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগে কোভিড (Covid) সংক্রান্ত এমনই একটি একটি ভুয়ো খবর ঘুরছিল সামাজিক মাধ্যমে। একটি Whatsapp স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। তাতে বলা হয়েছিল, কোভিড ১৯ কোনও ভাইরাস নয়। এটি একটি ব্যকটেরিয়া। এবং অ্যাসপিরিন (Aspirin) জাতীয় ওষুধ খেলে কোভিড থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। ওই তথ্যের ফ্যাক্ট চেক (Fact Check) করে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। এবং এবিষয়ে সঠিক তথ্য নিজেদের Twitter হ্যান্ডেলে প্রকাশ করে।
EiSamay.Com Fact check
প্রতীকী ছবি


দাবি -
যে Whatsapp স্ক্রিনশটটি ভাইরাল হয়েছিল তাতে জানানো হয়েছিল, কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমন এক ব্যক্তির দেহের অটোপ্সি (autopsy) করেছে সিঙ্গাপুর সরকার। তাতে দেখা গেছে কোভিড আসলে একটি ব্যাকটেরিয়া এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে নিরাময় সম্ভব।

Read more- Fact Check: WiFi টাওয়ার মেরামতিতে চাকরি কেন্দ্রীয় সরকারের? জানুন সত্য-তথ্য
সত্য-তথ্য
এবিষয়ে নিজেদের টুইটার হ্যান্ডেলে সত্য তথ্য প্রকাশ করে PIB। তারা জানিয়েছে, কোভিড ১৯ একটি ভাইরাস। এবং এই ভাইরাসটি অ্যান্টিকোয়াগুল্যান্টস ( anticoagulants) এর মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব নয়। তাই, ওই ভুয়ো তথ্যে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।


কালীপুজো ও দীপাবলির প্রাক্কালে বেশ কিছুটা স্বস্তি মিলেছে। কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪২৩ জন। যা সোমবার প্রকাশিত তথ্যের থেকে ১৬ শতাংশ কম। যদিও সংক্রমণ কমলেও কোভিড মৃত্যু নিয়ে উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৪৩ জনের। এবং মঙ্গলবার সকালে প্রকাশিত বুলেটিন অনুযায়ী সারা দেশে এখনও পর্যন্ত ১,০৬,৮৫,৭১,৮৭৯ ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।
Read more- Fact Check: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলি সত্যিই কি ত্রিপুরার অশান্তির ছবি? জানুন সত্য তথ্য
কোভিড পরিস্থিতিতে সামাজিক মাধ্যমগুলিতে ভুয়ো খবরের সংখ্যা বেড়েছে। এবং তার মধ্যে কোভিড সংক্রান্ত বিষয়েও ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে। এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফেও বারবার সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সরকার, WHO, ICMR-এর দেওয়া তথ্য এবং বিশেষজ্ঞদের পরামর্শের উপর নজর রাখতে। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের উপর ভিত্তি করে কেউ যেন কোনও সিদ্ধান্ত যেন না নেয়।

পরের খবর