অ্যাপশহর

Fact Check: তৃণমূলে যোগ দিলেন দীপ্সিতা? হইচই নেটপাড়ায়, জানুন সত্য-তথ্য

তৃণমূলে এবার যোগ দিলেন CPIM যুবনেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)? আচমকাই ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্টে ছড়াল বিভ্রান্তি। জেনে নিন এর পেছনের আসল সত্যিটা।

EiSamay.Com 7 Nov 2021, 9:30 pm
এই সময় সত্য-তথ্য ডেস্ক: এ রাজ্যে দলবদলের ঘটনা নতুন নয়। বিধানসভা নির্বাচনের আগে BJP-তে যোগ দেওয়ার হিড়িক পড়েছি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সকলেই দলে দলে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু, ভোট মিটতেই উলটপূরাণ। তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই ফের ঘসাফুল শিবিরে ফিরে এসেছে অনেক ছোট-বড় নেতারাই। ফিরেছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। দল বদলেছেন বাবুল সুপ্রিয়ও। কিন্তু, এবারে খবরের শিরোনামে CPIM। রবিবার সন্ধ্যায় একটি ফেসবুক পোস্ট দেখে চমকে উঠেছিলেন সকলেই। যেখানে উল্লেখ করা হয়েছে, তৃণমূলে যোগ দিলেন দীপ্সিতা। তবে কি এবার দলবদলুদের তালিকায় নাম লেখালেন এই তরুণ বাম নেত্রীও। কতটা সত্যতা রয়েছে এই তথ্যে?
EiSamay.Com dipsita dhar
ফাইল ফটো। সৌজন্যে- ফেসবুক।



দাবি

রবিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া বিজেমূল পার্টি (All India Bijemool Party) নামে একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, ব্রেকিং নিউজ হিসেবে লেখা রয়েছে, তৃণমূলে যোগ দিলেন দীপ্সিতা। যা দেখে কার্যত চমকে ওঠেন বাম কর্মী-সমর্থকরা। মুহূর্তেই পোস্টটি দেদার শেয়ার হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি দলবদলকারীদের তালিকায় এবার নতুন সংযোজন দীপ্সিতা ধর (Dipsita Dhar)? যে বাম যুবনেত্রীকে বালি বিধানসভা কেন্দ্র থেকে CPIM নির্বাচনে প্রার্থী করেছিল, যাকে একাধিক আন্দোলনে প্রথম সারিতেই দেখা যায়, সেই দীপ্সিতা দলবদল করছেন? এই তথ্য প্রাথমিকভাবে অনেক দীপ্সিতা অনুগামীকেই ভাবিয়ে তুলেছিল। ভ্রু কুঁচকেছিলেন CPIM কর্মীরা। কটাক্ষ শুরু করে দিয়েছিল তৃণমূল BJP-ও।


ভাইরাল মিমে দীপ্সিতার জবাব। সৌজন্যে- ফেসবুক।


সত্য-তথ্য

পোস্টটি দেখে সোশ্যাল মিডিয়ায় CPIM তথা দীপ্সিতাকে নিয়ে নানা আলোচনাও শুরু হতে থাকে। যদিও পোস্টটির ব্রেকিং হিসেবে বড় হরফে লেখা দেখলেও, নীচে ছোট হরফে লেখা লাইনটি চোখ এড়িয়ে যায় সকলেরই। অল ইন্ডিয়া বিজেমূল পার্টি পেজটির তরফে পোস্ট করা এই লেখাটির নীচে একটি অংশ রয়েছে। যেখানে লেখা, 'রায়গঞ্জের BJP মহিলা মোর্চা নেত্রী দীপ্সিতা বিশ্বাস।' অর্থাৎ লেখাটি পুরোটা পড়লে দাঁড়ায়, 'তৃণমূলে যোগ দিলেন দীপ্সিতা। রায়গঞ্জের BJP মহিলা মোর্চা নেত্রী দীপ্সিতা বিশ্বাস।' BJP-র এই নেত্রীর নাম দীপ্সিতা হওয়ায় সকলেই বিভ্রান্ত হয়। মূলত সংশ্লিষ্ট পেজটি থেকে মজা করেই পোস্টটি করা হয়েছিল। যদিও প্রাথমিকভাবে সকলেই চমকে উঠেছিলেন। এই পোস্টটি পরবর্তীতে দীপ্সিতা নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন। অল ইন্ডিয়া বিজেমূল পার্টিকে তাঁর জবাব, 'আরে ভাই আরেকটু হলে আমারই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। কুল বিজেমূল কুল।' পাশাপাশি নিজের ওয়ালে SFI-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক বলেন, 'মানে ওই ছোটো ছোটো হরফে লেখা গুলো পড়বেন হ্যাঁ? আগেই আমাকে গাল মন্দ করতে লাগবেন না।' এর থেকেই নেটিজেনদের বুঝতে আর কোনও অসুবিধা হয় না, পোস্টটি আসলে ভুয়ো এবং বিভ্রান্তিকর।

পরের খবর