অ্যাপশহর

Fact check : সেনা বাহিনীর চাকরিতে কি ২ বছর অতিরিক্ত ছাড় ঘোষণা? জানুন সঠিক তথ্য

Fact check : সত্যিই কি সেনা বাহিনীর চাকরিতে ২ বছরের ছাড় ঘোষণা করা হয়েছে? এই তথ্য কি আসলে সত্য? জেনে নিন...

EiSamay.Com 4 Nov 2021, 5:49 pm
Fact check : বিভিন্ন বিষয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। শিক্ষা, চাকরি, স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে ভুয়ো খবরের দ্বারা প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। নিয়োগ সংক্রান্ত এমনই একটি খবর ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। সেখানে জানানো হয়, ভারতীয় সেনা বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ২ বছরের ছাড় ঘোষণা করা হয়েছে। কিন্তু, আসল তথ্য কী? জানুন সত্য তথ্য।
EiSamay.Com fact check
প্রতীকী ছবি


দাবি-
নেট মাধ্যমে ব্রেকিং নিউজ প্লেটে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তাতে হিন্দিতে লেখা রয়েছে সেনা নিয়োগে ২ বছরের ছাড় ঘোষণা করা হয়েছে। ওই লেখার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “সেনা নিয়োগ ২০২২, নতুন নিয়ম। বয়সে ২ বছরের ছাড়। আর্মি জি ডি।”



সত্য তথ্য-
নেট মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তথ্যের ফ্যাক্ট চেক করে প্রেস ইনফরমেশন ব্যুরো। তাদের তরফে এবিষয়ে একটি টুইট করে পুরো জানানো হয়েছে। PIB নিজেদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, বয়সের উর্ধ্বসীমায় যে ২ বছর ছাড়ের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল। সরকার বা সেনার তরফে এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। নিয়োগ সংক্রান্ত সঠিক তথ্য জানার জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে PIB-র তরফে।

Read more- কোভিডের চিকিৎসায় অ্যাসপিরিন কাজে আসবে? জানুন Fact Check
ব়্যালি এবং কমন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। এই দুটি স্তরে যাঁরা উত্তীর্ণ হন তাঁদের মেডিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট হয়। নিয়োগের যাবতীয় তথ্য ভারতীয় সেনা বাহিনীর তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এছাড়াও এমপ্লয়মেন্ট নিউজ এবং বিভিন্ন জাতীয় সংবাদপত্রেও বিজ্ঞাপন প্রকাশ করা হয়। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর টুইটার ও ফেসবুক পেজের মাধ্যমেও জানানো হয়।

Read more- Fact Check: WiFi টাওয়ার মেরামতিতে চাকরি কেন্দ্রীয় সরকারের? জানুন সত্য-তথ্য

এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছিল। কয়েকদিন আগে কোভিড চিকিৎসা সংক্রান্ত একটি ভুয়ো খবর ছড়িয়েছিল নেট মাধ্যমে। সেখানে জানানো হয়েছিল, সিঙ্গাপুরের একটি গবেষণায় উঠে এসেছে যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে কোভিড থেকে সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব। যদিও PIB ফ্যাক্ট চেকের তরফে জানানো হয়, এই তথ্য সম্পূর্ণ ভুল। এখনও পর্যন্ত এবিষয়ে কোনও তথ্য জানা যায়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নাম করে মোবাইল টাওয়ার বসানো নিয়ে একাধিক ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেবিষয়েও ফ্যাক্ট চেক করে আসল তথ্য জানিয়েছে PIB।

পরের খবর