অ্যাপশহর

Viral Video: বিদেশি বন্ধুকে দেখে আহ্লাদে আটখানা দেশি নেড়ি! তিন সারমেয়র বন্ধুত্ব নজর কেড়েছে নেটদুনিয়ার

গাড়িতে করে আসা দুই বিদেশি কুকুরের সঙ্গে বন্ধুত্ব হয় রাস্তার এক দেশি সারমেয়র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Produced byসোমা মজুমদার | EiSamay.Com 24 May 2023, 10:00 am

হাইলাইটস

  • সিগন্যালে আটকাতেই গাড়ির জানলা দিয়ে মুখ বাড়ায় দুই বিদেশি কুকুর।
  • গাড়ির দুই বিদেশি কুকুরের সঙ্গে বন্ধুত্ব করতে আসে এক রাস্তার নেড়ি।
  • তিন সারমেয়র এমনই এক মুহুর্ত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
EiSamay.Com Viral Image
তিন সারমেয়র বন্ধুত্ব নজর কেড়েছে নেটপাড়ার। (ছবি সৌজন্যে: Twitter)
ওরা রয়েছে দামি গাড়িতে বসে। মুখ বাড়িয়ে দেখছে রাস্তার চারপাশ। সিগন্যালে গাড়ি আটকাতেই জানলায় হাজির ওদেরই আরেক বন্ধু। তবে সে তো নেড়ি। আর ওরা দামি বিদেশি কুকুর। কিন্তু বেশ জমল তিনজনের আলাপ। তিন সারমেয়র এমনই এক মুহুর্ত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
বেশিরভাগ মানুষের পোষ্য হিসাবে কুকুরই বেশি পছন্দ। বিভিন্ন প্রজাতির দামি বিদেশি কুকুরই সেক্ষেত্রে সকলের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকে। যদিও আজকাল দেশি চারপেয়েদেরও অনেকেই ভালোবেসে কাছে টেনে নেন। তবে মানুষের পছন্দ যাই হোক, দেশি হোক কিংবা বিদেশি, ওরা কিন্তু নিজেদের বন্ধুই ভাবে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যা দেখলে মন ভালো যাবে আপনারও।

Viral Video: বিষধর সাপের থেকে শিশুকে বাঁচাতে প্রাণপাত চারপেয়ের, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন আপনিও
বেশ কয়েকদিন আগে টুইটারে ভিডিয়োটি শেয়ার করা হয়। যেখানে দেখা গিয়েছে, একটি বড় গাড়ির মধ্যে রয়েছে সোনালি রঙের গোল্ডেন রিট্রিভার এবং সাদা-কালো রঙের সাইবেরিয়ান হাস্কি। সিগন্যালে গাড়িটি দাঁড়ালে দুটি কুকুরই রাস্তার দিকে মুখ বাড়িয়ে থাকে। আর তখনই সেখানে আসে একটি বাদামি রঙের দেশি কুকুর। আর তিনজনে বেশ সুন্দর আলাপ পর্বও সেরে নেয়।

ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই বিদেশি কুকুর বেশ পা বাড়িয়ে মুখ নামিয়ে দেশি কুকুরটিকে আদর করে দেয়। বদলে সেই আদর ফিরিয়ে দেয় নেড়িও। তিনজনেরই একে অপরকে যে বেশ পছন্দ হয়েছে তা তাদের আচরণে বেশ স্পষ্ট বোঝা গিয়েছে।

Viral News: পোষ্য কুকুরের জন্য স্বামীকে ডিভোর্স, মহিলার সিদ্ধান্তের কারণ জানলে ভিরমি খাবেন!
আসলে দেশি ও বিদেশি কুকুরদের মধ্যে বৈষম্যের ছবি বরাবরই নজরে আসে। বিদেশি কুকুররা যেখানে বেশ স্বাচ্ছন্দ্যে পোষ্য হিসাবে থাকার সুযোগ পায়, সেখানে দেশি সারমেয়রা অনিশ্চয়তার মধ্যে রাস্তায় দুর্বিষহ জীবন কাটায়। কখনও গাড়ির চাকার তলায়, আবার কখনও অনাহারেই প্রাণ যায় রাস্তার নেড়িদের। তাই এককথায় দুই ধরনের কুকুরের জীবনযাপনের মধ্যে রয়েছে অনেকটাই ফারাক। আর সেই ছবিই যেন সম্প্রতি ভাইরাল ভিডিয়োতে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে মত নেটিজেনদের।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বিদিত শর্মা নামে এক টুইটার ব্যবহারকারী ভিডিয়োর সঙ্গে লিখেছেন, " আমার সেই সব কুকুরপ্রেমীর কথা মনে পড়ছে, যাঁদের কাছে কুকুর পোষা মানেই প্রচুর খরচ করে বিদেশি কুকুর কিনে যত্ন নেওয়া। কিন্তু দেশের কুকুরকে অবহেলা কেন? ভারতীয় কুকুরদেরও এমন আদর যত্ন প্রাপ্য নয় কি?" আর এই বক্তব্যের সহমত পোষণ করেছেন অনেকেই। যেমন এক নেটিজেন লিখেছেন, "তফাৎ কুকুরদের মধ্যে নয়, মানুষের চিন্তাধারায়।"
লেখকের সম্পর্কে জানুন
সোমা মজুমদার
"সোমা মজুমদার 10 বছরের বেশি সময় ধরে বাংলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রিপোর্টার এবং সাব এডিটর দুটি পদেই নিজের ভূমিকা পালন করে এসেছেন। সঠিক তথ্যের মাধ্যমে পরিবেশিত তাঁর প্রতিবেদন পাঠকের কাছে সবসময়ই মনোগ্রাহী। প্রিন্ট মিডিয়ার হাত ধরে কাজ শুরু করেন সোমা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। বর্তমানে ভাইরাল,পড়াশোনা এবং চাকরি বিভাগে নিয়মিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেন সোমা। তিনি সহজ সরল ভাষায় লেখনীতে বিশ্বাসী। পাঠকদের জন্য সমসময়ই তিনি তথ্য সম্বৃদ্ধ প্রতিবেদন তুলে ধরার দায়বদ্ধ। স্থানীয় কিংবা দেশ-বিদেশের নানান ধরনের ভাইরাল বিষয় হোক কিংবা স্কুল, কলেজ থেকে শুরু করে যে কোনও পড়াশোনা সংক্রান্ত এবং চাকরির দুনিয়ায় হরেক রকম কাজের সন্ধানের হদিশ তাঁর কাছ থেকে পাঠকেরা নিয়মিত পেয়ে থাকেন। কাজের বাইরেও সোমা পড়তে ও লিখতে পছন্দ করেন। একইসঙ্গে যে কোনও ধরনের খেলাধুলায় তাঁর খুবই আগ্রহ রয়েছে। বিভিন্ন বিষয়ে জানার প্রবল আগ্রহই তাঁর লেখনীর আসল চাবিকাঠি। নিজের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার মাধ্যমে তাঁর কাজকে পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছেন। "... আরও পড়ুন

পরের খবর