অ্যাপশহর

নগ্ন হয়ে ঘুমালেই ভয়ংকর বিপদ! ভাইরাল বিশেষজ্ঞদের মতামত

Viral বিশেষজ্ঞদের মতামত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এক গবেষণা। নেটিজেনরাও চমকে উঠেছেন সেই গবেষণার রিপোর্ট দেখে। সেই রিপোর্ট বলা হয়েছে নগ্ন হয়ে ঘুমানো উচিত নয়। কারণ এর ফলে ঘটে যেতে পারে ভয়ংকর বিপদ। সুতরাং নগ্ন হয়ে ঘুমিয়ে, নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ।

Produced byমিহির শূর | EiSamay.Com 4 Jun 2022, 7:33 pm

হাইলাইটস

  • নগ্ন হয়ে ঘুমালেই ভয়ংকর বিপদ।
  • নারীর তুলনায় পুরুষেরাই বেশি পছন্দ করেন নগ্ন হয়ে ঘুমাতে।
  • গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
EiSamay.Com naked s
প্রতীকী ছবি
Viral বিশেষজ্ঞদের মতামত। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একটি রিপোর্ট। অনেকেরই স্বভাব রয়েছে নগ্ন হয়ে ঘুমানোর। কিন্তু, গবেষণায় দেখা গিয়েছে যে, নগ্ন হয়ে ঘুমালে বিভিন্ন ধরনের বিপদ ঘটে যেতে পারে। একই সঙ্গে বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা বাধতে পারে। এমন একটি রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই, হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনিও কী নগ্ন হয়ে ঘুমান? তাহলে জেনে নিন নিজের অজান্তে কতটা ক্ষতি করছেন।
আরও পড়ুন - বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর অভিনব উপায়! গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি গবেষণার রিপোর্ট। একদল ডাক্তার এবং বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে গবেষণা চালিয়েছেন এবং সম্প্রতি প্রকাশ করেছেন তার রিপোর্ট। সেই গবেষণায় দেখা গিয়েছে যে, অনেকেই নগ্ন হয়ে ঘুমাতে পছন্দ করেন। এর মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। কিন্তু, নগ্ন হয়ে ঘুমানোর ফলে, পুরুষের শরীরে বাসা বাধছে বিভিন্ন ধরনের জটিল রোগ। কারণ বিভিন্ন ধরনের ভাইরাস সকলের অজান্তেই প্রবেশ করছে শরীরে। নেটিজেনরাও চমকে উঠেছেন এমন রিপোর্ট দেখে।
আরও পড়ুন - বুকের ঘাম বিক্রি করে কোটি টাকা আয় অভিনেত্রীর! দাম শুনে মাথায় হাত নেটিজেনদেরভাইরাল হওয়া সেই গবেষণার রিপোর্টে জানানো হয়েছে যে, নারীর তুলনায় পুরুষেরা নগ্ন হয়ে ঘুমাতে বেশি পছন্দ করেন। এর ফলে তাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ভাইরাস। কারণ সেই গবেষণায় দেখা গিয়েছে যে, বিছানার মধ্যে এমনিতেই থাকে বিভিন্ন ধরনের ভাইরাস। বালিশের কভার এবং বিছানার চাদরে এই ভাইরাস থাকে। এর ফলে তা শরীরে প্রবেশ করতে থাকে সকলের অজান্তে। এটি তৎক্ষণাৎ ক্ষতি না করলেও, ধীরে ধীরে এর প্রভাব দেখা যায়। অন্যদিকে নারীদের শরীরে এর ভয়ংকর প্রভাব দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই গবেষণার রিপোর্ট।
আরও পড়ুন - নাতি বাজাচ্ছেন বীণ, ঠাকুমা হয়েছেন নাগিন! দেখুন ভাইরাল ভিডিয়োবিশেষজ্ঞরা জানিয়েছেন যে, পুরুষের তুলনায় নারীর দেহে এই ধরনের ভাইরাস ভয়ংকর প্রভাব বিস্তার করে। কারণ এরা খুব সহজেই নারীর শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে ধীরে ধীরে তা মারাত্মক ক্ষতি করে শরীরের। তাই গবেষণা অনুযায়ী কখনও নগ্ন হয়ে ঘুমানো উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় সেই গবেষণার রিপোর্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই, অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। নেটিজেনরাও হতবাক হয়েছেন এমন একটি রিপোর্ট দেখে।
আরও পড়ুন -
লেখকের সম্পর্কে জানুন
মিহির শূর
মিহির শূর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার, যার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে। ডিজিটাল মিডিয়াতেই তাঁর কর্মজীবনের যাত্রা শুরু হয়। আকর্ষক বিষয়বস্তুর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং ক্রমাগত বিকশিত ডিজিটাল টুলসের সঙ্গে আপ-টু-ডেট থাকার ক্ষমতা মিহিরকে আরও পেশাদার সাংবাদিক হিসাবে গড়ে তুলেছে। মিহিরের পুরো কর্মজীবনে, মিহির ভাইরাল, খেলাধুলা এবং রাজনীতির মতো বিভিন্ন বিভাগ সফলভাবে পরিচালনা করেছে। চিত্তাকর্ষক এবং ট্রেন্ডিং গল্পগুলি সরবরাহ করার জন্য তার আবেগ এবং বিষয়গুলি সম্পর্কে তার গভীর মতামত তাকে উচ্চ-মানের সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে, মিহির এই সময় ডিজিটাল মিডিয়ার লাইফস্টাইল বিভাগে সিনিয়র ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার হিসাবে কাজ করছেন। তিনি বিগত 6 মাস ধরে এই বিভাগে কাজ করছেন। এই বিভাগটি তাকে আকর্ষক বিষয়বস্তু তৈরি করতে সাহায্য করে। কাজের বাইরে মিহির সব ধরনের খেলা এবং সিনেমা দেখতে পছন্দ করে। মিহিরের অন্যতম প্রিয় শখ হল ভিডিও কনটেন্ট তৈরি করা।... আরও পড়ুন

পরের খবর

Viralসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল