অ্যাপশহর

Viral Video: সামনে-পিছনে দুটি বিড়াল বসিয়ে দিব্যি চালাচ্ছেন বাইক! যুবকের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

দুটি বিড়ালের সঙ্গে এক যুবকের বাইকে চালানোর ভিডিয়ো সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

Produced byসোমা মজুমদার | EiSamay.Com 19 Jan 2023, 8:50 pm
পোষ্যর সঙ্গে মানুষের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। পরিবার কিংবা প্রিয়জনের মতোই পোষ্যদের সঙ্গে মানুষের যেন আত্মার সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে গৃহস্থ বাড়িতে কুকুর-বিড়ালই পোষ্য হিসাবে বেশি চোখে পড়ে। তবে যে প্রাণীই হোক না কেন, পোষ্যর সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের নজির সবসময়েই চোখে পড়ে। পোষ্যর সঙ্গে সময় কাটালে যেন যে কোনও পরিস্থিতিতেই মন ভালো হয়ে যায়। কারণ চারপেয়েদের নিষ্পাপ মন এক নিমেষেই ক্লান্তি দূর করতে পারে। তাই পোষ্যকে নিয়েই অনেকসময় গাড়িতে কিংবা পথচারীদের রাস্তায় বেরোতে দেখা যায়। কিন্তু বাইকের সামনে ও পিছনে একসঙ্গে দুটি বিড়ালকে বসিয়ে নিয়ে যেতে দেখেছেন কখনও? এমনই এক দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। দুটি বিড়ালের সঙ্গে বাইক চালানোর সেই ভিডিয়ো সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
EiSamay.Com Viral Image
ছবি সৌজন্যে: Twitter


ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একচি রাস্তায়। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে Aarun Gowda নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সংশ্লিষ্ট ভিডিয়োতে এক যুবককে ব্যাগ কাঁধে নিয়ে বাইক চালাতে দেখা যায়। ভিডিয়োর প্রথমে সেই ব্যক্তির কাঁধে ব্যাগের উপরে একটি বিড়াল বসে থাকতে দেখা যায়। আর ভিডিয়োর শেষের দিকে বাইকে ফুয়েলের উপরে আর একটি বিড়াল বসে থাকতে দেখা যায়। আর দুটি বিড়ালই বেশ দিব্যি হাওয়া খেতে খেতে বাইক চড়ছে।

Viral Video: খুদের সঙ্গে খেলায় মত্ত পোষ্য! ভাই-বোনের কেমিস্ট্রি দেখে ভালোবাসায় ভরাল নেটদুনিয়া
আসলে পোষ্যর প্রতি ভালোবাসা থাকলেও বাইকে একেবারে খোলাভাবে বিড়ালকে বসিয়ে নিয়ে যাওয়া বেশ বিপজ্জনক। আর বাইকটি যে বেশ জোরে চলছিল তাও বোঝা গিয়েছে। তাই ভিডিয়োটিতে মানুষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এসেছে।

তাহলে দেখে নিন সেই ভিডিয়ো:

ভিডিয়োটি ইতিমধ্যে 2 লাখ মানুষ দেখে ফেলেছেন। একইসঙ্গে পাঁচ হাজার লাইক এসেছে। তবে ভিডিয়োটিতে মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যেমন কেউ কেউ ওই যুবকের কাজকে দায়িত্ব জ্ঞানহীন বলে ব্যাখ্যা করেছেন।

Viral Video: মেয়েকে ধমক মায়ের! 'বোন'কে রক্ষা করতে এগিয়ে এল পোষ্য
এপ্রসঙ্গেই এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "আমি এই ছোট্ট ছানার জন্য খুবই উদ্বিগ্ন।"আবার আরেকজন লিখেছেন, "সকলের জীবনই এতে ঝুঁকিতে পড়তে পারে।" আরেক নেটিজেন লিখেছেন, "বেঙ্গালুরুর ট্রাফিকে এমনভাবে গাড়ি চালানো ঠিক নয়। "
লেখকের সম্পর্কে জানুন
সোমা মজুমদার
"সোমা মজুমদার 10 বছরের বেশি সময় ধরে বাংলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রিপোর্টার এবং সাব এডিটর দুটি পদেই নিজের ভূমিকা পালন করে এসেছেন। সঠিক তথ্যের মাধ্যমে পরিবেশিত তাঁর প্রতিবেদন পাঠকের কাছে সবসময়ই মনোগ্রাহী। প্রিন্ট মিডিয়ার হাত ধরে কাজ শুরু করেন সোমা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। বর্তমানে ভাইরাল,পড়াশোনা এবং চাকরি বিভাগে নিয়মিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেন সোমা। তিনি সহজ সরল ভাষায় লেখনীতে বিশ্বাসী। পাঠকদের জন্য সমসময়ই তিনি তথ্য সম্বৃদ্ধ প্রতিবেদন তুলে ধরার দায়বদ্ধ। স্থানীয় কিংবা দেশ-বিদেশের নানান ধরনের ভাইরাল বিষয় হোক কিংবা স্কুল, কলেজ থেকে শুরু করে যে কোনও পড়াশোনা সংক্রান্ত এবং চাকরির দুনিয়ায় হরেক রকম কাজের সন্ধানের হদিশ তাঁর কাছ থেকে পাঠকেরা নিয়মিত পেয়ে থাকেন। কাজের বাইরেও সোমা পড়তে ও লিখতে পছন্দ করেন। একইসঙ্গে যে কোনও ধরনের খেলাধুলায় তাঁর খুবই আগ্রহ রয়েছে। বিভিন্ন বিষয়ে জানার প্রবল আগ্রহই তাঁর লেখনীর আসল চাবিকাঠি। নিজের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার মাধ্যমে তাঁর কাজকে পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছেন। "... আরও পড়ুন

পরের খবর