অ্যাপশহর

Viral Video: আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে 500 টাকা! নোট কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের

আকাশ থেকে ঝরে পড়ছে 500 টাকার নোট। বাস্তবেই ঘটেছে এমন অবিশ্বাস্য ঘটনা। জানুন আসল তথ্য।

Produced byসোমা মজুমদার | EiSamay.Com 20 Feb 2023, 8:43 pm

হাইলাইটস

  • আকাশ থেকে এক নাগাড়ে ঝরে পড়ছে টাকার নোট।
  • সাক্ষী থাকার সুযোগ হল না বলে আফসোস করছেন?
  • মধ্যবিত্তের জীবনের সেই বিরল ঘটনা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সকলে।
EiSamay.Com Viral Image
আকাশ থেকে ঝরে পড়ছে 500 টাকার নোট। (ছবি সৌজন্যে: Twitter)
এ যেন জলের বদলে বৃষ্টিতে পড়ছে টাকা। আকাশ থেকে এক নাগাড়ে ঝরে পড়ছে টাকার নোট। সবই প্রায় 500 টাকা। অবাক হলেন? কিংবা এমন দৃশ্য যদি ঘটেও থাকে তাহলে সাক্ষী থাকার সুযোগ হল না বলে আফসোস করছেন? তবে এ কোনও ফটোশপ নয়, একেবারে বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। মধ্যবিত্তের জীবনের এমন বিরল ঘটনা দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সকলে।
তাহলে বিষয়টি কী ঘটেছে একটু খোলসা করে জেনে নেওয়া যাক। আসলে ঘটনাটি গুজরাতের মেহসানা জেলার কেকরি তহসিলের। সেখানেই এক গ্রাম প্রধানের ভাইপোর বিয়ে উপলক্ষে বাড়ির ছাদ থেকে লাখ লাখ টাকা বর্ষণ করা হয়। আর সেই টাকা কুড়ানোর জন্য এলাকার বাসিন্দাদের হুড়োহুড়ি করতেও দেখা যায়। দৃশ্য়টি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

Viral Video: ঘাস-পাতা ছেড়ে ফুচকায় মজেছে গরু-বাছুর, ভিডিয়ো দেখলে থামবে না হাসি
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, রজ্জাক গ্রামের প্রাক্তন সরপঞ্চ করিম যাদবের ছেলের বিয়ে ছিল। আর করিমের ভাই রসুল বর্তমানে গ্রামের প্রধান। সেই বিয়ের দিন রসুলের বাড়ির ছাদ থেকে প্রায় লাখ খানেক টাকার নোট ওড়ানো হয়। সেই সময়ে নীচে দাঁড়িয়ে থাকা অতিথিদের গানের তালে নাচতে এবং মাটি থেকে সেই নোট কুড়িয়ে নিতেও দেখা যায়।


ভিডিয়োতে দেখা যায়, বরকে নিয়ে বরযাত্রীরা যখন বাড়ি থেকে বেরচ্ছেন, তখনই ভাইপোর বিয়ে উপলক্ষে ছাদ থেকে দেদার টাকা ওড়াচ্ছেন করিম এবং তাঁর পরিবার। উপর থেকে ভেসে আসা সেই 500 টাকার নোটই কুড়িয়ে নিচ্ছেন নীচে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষ।

প্রসঙ্গত, ভারতের অনেক জায়গাতেই বিয়ে উপলক্ষে এর আগে বন্দুক থেকে গুলি ছুড়তে কিংবা টাকা ওড়াতে দেখা গিয়েছে। আসলে কোনও বিয়েতে টাকা ওড়ালেও তা 10 টাকা বা খুব বেশি হলে 100 টাকা ওড়াতে দেখা যায়। তবে সম্প্রতি গুজরাটের ঘটনাটি একেবারে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

Viral News: কম পড়েছিল খুচরো, 5 টাকার বদলে 1 ইউরোর কয়েন ধরিয়ে দিলেন রিকশাচালক!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বেশ বিতর্ক দেখা গিয়েছে। মন্দার বাজারে যেখানে মানুষের দারিদ্র বেড়েই চলেছে সেখানে এমন ঘটনা সত্যি বেনজির বলেই মনে করেন নেটিজেনরা।
লেখকের সম্পর্কে জানুন
সোমা মজুমদার
"সোমা মজুমদার 10 বছরের বেশি সময় ধরে বাংলা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রিপোর্টার এবং সাব এডিটর দুটি পদেই নিজের ভূমিকা পালন করে এসেছেন। সঠিক তথ্যের মাধ্যমে পরিবেশিত তাঁর প্রতিবেদন পাঠকের কাছে সবসময়ই মনোগ্রাহী। প্রিন্ট মিডিয়ার হাত ধরে কাজ শুরু করেন সোমা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। বর্তমানে ভাইরাল,পড়াশোনা এবং চাকরি বিভাগে নিয়মিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করেন সোমা। তিনি সহজ সরল ভাষায় লেখনীতে বিশ্বাসী। পাঠকদের জন্য সমসময়ই তিনি তথ্য সম্বৃদ্ধ প্রতিবেদন তুলে ধরার দায়বদ্ধ। স্থানীয় কিংবা দেশ-বিদেশের নানান ধরনের ভাইরাল বিষয় হোক কিংবা স্কুল, কলেজ থেকে শুরু করে যে কোনও পড়াশোনা সংক্রান্ত এবং চাকরির দুনিয়ায় হরেক রকম কাজের সন্ধানের হদিশ তাঁর কাছ থেকে পাঠকেরা নিয়মিত পেয়ে থাকেন। কাজের বাইরেও সোমা পড়তে ও লিখতে পছন্দ করেন। একইসঙ্গে যে কোনও ধরনের খেলাধুলায় তাঁর খুবই আগ্রহ রয়েছে। বিভিন্ন বিষয়ে জানার প্রবল আগ্রহই তাঁর লেখনীর আসল চাবিকাঠি। নিজের অভিজ্ঞতা এবং সৃজনশীলতার মাধ্যমে তাঁর কাজকে পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছেন। "... আরও পড়ুন

পরের খবর