অ্যাপশহর

‘মহিলাদের শ্রদ্ধা করি’ ট্রাম্পের দাবিতে অট্টহাসি দর্শকদের

প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে যেদিন থেকে তাঁর নাম প্রকাশ্যে এসেছে, সেই দিন থেকে বিতর্ক তাঁর সর্বক্ষণের সঙ্গী।

EiSamay.Com 20 Oct 2016, 1:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে যেদিন থেকে তাঁর নাম প্রকাশ্যে এসেছে, সেই দিন থেকে বিতর্ক তাঁর সর্বক্ষণের সঙ্গী। বেশিরভাগ সময়েই তাঁর নাম জড়িয়েছে বিভিন্ন নারী ঘটিত কারণে। কখনও নারী বিরোধী উক্তি আবার কখনও সামনে এসেছে বিভিন্ন সময়ে মহিলাদের সঙ্গে করা তাঁর অভব্য আচরণের কথা।
EiSamay.Com i respect women says donald trump audience bursts out laughing
‘মহিলাদের শ্রদ্ধা করি’ ট্রাম্পের দাবিতে অট্টহাসি দর্শকদের


বার বার তাঁর বিরুদ্ধে আনা এই সব অভিযোগ তিনি খারিজ করেছেন। তবে সম্প্রতি ফক্স নিউজের একটি ডিবেটে এসে যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে মহিলাদের তিনি শ্রদ্ধার চোখে দেখেন, তখন অট্টহাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা।

অবশেষে হস্তক্ষেপ করতে হয় শো-এর উপস্থাপক ক্রিস ওয়ালেসকে। তিনি উপস্থিত দর্শকদের কাছে আর্জি জানান, তাঁরা যেন শান্ত হয়ে বসেন।
ট্রাম্পের কথায় দর্শকদের এই প্রতিক্রিয়ায় জানান দেয় তাঁর দাবি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

পরের খবর

USA Electionসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল