অ্যাপশহর

প্রেসিডেন্ট ট্রাম্প! কী বলছে মার্কিন সংবাদপত্র

সাদা বাড়ির দখল নিলেন আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত আমেরিকার সংবাদমাধ্যম।

EiSamay.Com 9 Nov 2016, 11:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক পর্যবেক্ষকদের যাবতীয় হিসেব-নিকেশ উল্টে দিয়ে সাদা বাড়ির দখল নিলেন আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত আমেরিকার সংবাদমাধ্যম।
EiSamay.Com how us papers reported trump victory
প্রেসিডেন্ট ট্রাম্প! কী বলছে মার্কিন সংবাদপত্র


গোটা নির্বাচন পর্বে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছিল একাধিক মার্কিন মিডিয়া। কিন্তু সাফল্যের সামনে সবকিছুই ম্লান হয়ে যায়। ৯ নভেম্বর হোয়াইটহাউসের নয়া বাসিন্দার নাম নির্দিষ্ট হতেই ট্রাম্প-বন্দনায় পঞ্চমুখ আমেরিকার প্রথম শ্রেণির সংবাদপত্রগুলি। দেখে নেওয়া যাক কোন সংবাদপত্র কী ভাবে নতুন প্রেসিডেন্টের প্রশংসায় উদ্বেল হল।

শিকাগো ট্রিবিউনের ভাষায়, এই জয় আসলে 'ট্রাম্প শকার'।

নিউ ইয়র্ক পোস্টের মতে আবার এবারের ভোট আদতে 'আপসেট ইলেকশন'।

ইউএসএ টুডে-র মতে, নির্বাচনের এই চমকপ্রদ ফলাফল এক 'ইলেকশন স্টানার'।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, জনপ্রিয়তার ঢেউয়ের মাথায় সিংহাসন জয় করলেন ট্রাম্প।

অন্য দিকে, নিউজডে পত্রিকার প্রথম পাতায় সোজাসাপ্টা লেখা হয়েছে 'ট্রাম্প জিতলেন'।

অ্যাম নিউইয়র্ক কাগজের প্রথম পাতার শিরোনামে স্রেফ 'মিস্টার প্রেসিডেন্ট'।


নিউ ইয়র্ক টাইমসের শিরোনাম: ট্রায়ামফ্যান্ট ট্রাম্প, 'বহিরাগত মুঘল'।

একই সুর ওয়াশিংটন পোস্টের শিরোনামে: ট্রাম্প ট্রায়ামফস।

ডেইলি নিউজ কিন্তু সরাসরি বলছে, 'হাউস অফ হরর্স'।

আবার লস এঞ্জেলেস টাইমসের প্রথম পাতায় ব্যানার হল, 'স্টানিং ট্রাম্প উইন'।

পরের খবর

USA Electionসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল