অ্যাপশহর

সন্ত্রাসে পাক মদত রুখতে কড়া মার্কিন শর্ত

পাকিস্তানকে প্রতিরক্ষা সংক্রান্ত অনুদান দেওয়ার ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করতে তিনটি আইনি সংশোধনী পাশ করল মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ৷

EiSamay.Com 16 Jul 2017, 1:18 pm
ওয়াশিংটন: পাকিস্তানকে প্রতিরক্ষা সংক্রান্ত অনুদান দেওয়ার ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করতে তিনটি আইনি সংশোধনী পাশ করল মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদ সন্তোষজনক ভূমিকা নিচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত হলে তবেই অনুদান দেবে ওয়াশিংটন৷ সম্প্রতি মার্কিন প্রশাসনের জনপ্রতিনিধিরা দ্ব্যর্থহীন ভাষায় তালিবানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ও আফগান সরকারের সঙ্গে পাকিস্তানকে সহযোগিতা করার কথা বলেছেন৷
EiSamay.Com us house of representatives imposes tougher conditions for defence funding to pakistan
সন্ত্রাসে পাক মদত রুখতে কড়া মার্কিন শর্ত


ইসলামাবাদ তা না করলে আমেরিকা অন্য পথ ধরতে বাধ্য হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়৷ যদিও পাকিস্তানের তরফে সহযোগিতার বার্তা মেলেনি৷ ৬৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের (অন্য একটি সূত্রের খবর, এই মূল্য আসলে ৬৯ হাজার ৬০০ কোটি) ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ ) ২০১৮ -এ এই সংশোধনীগুলি শুক্রবার ধ্বনিভোটে গৃহীত হয়৷ ১ অক্টোবর যে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে , সেখানে বার্ষিক প্রতিরক্ষার খরচ কত হবে , তা নির্দিষ্ট করছে এই বিল৷ কী সংশোধনী হবে বিলটিতে? প্রথমত, পাকিস্তানকে কোনও অনুদান দেওয়ার আগে প্রতিরক্ষা সচিবকে শংসাপত্র দিয়ে জানাতে হবে, সন্ত্রাসবাদ-বিরোধিতায় ইসলামাবাদ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং অন্যান্য দেশকে এই কাজে সহযোগিতা করেছে৷

দেখাতে হবে যে সীমান্তবর্তী দেশকে আক্রমণ বা বিস্ফোরক ব্যবহারেও রাশ টানতে উদ্যোগী হয়েছে তারা৷ দ্বিতীয়ত , প্রতিরক্ষা সচিব যদি শংসাপত্র দেন , উত্তর ওয়াজিরিস্তানে হাক্কানি নেটওয়ার্কের কার্যকলাপে রাশ টানতে পাক সেনা সক্রিয় , তবে আগামী ১ অক্টোবর থেকে পরের বছর ৩১ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের জন্য বরাদ্দ ৪০ কোটি মার্কিন ডলারকে ন্যাশনাল সিকিউরিটি ওয়েভার স্কিমের আওতায় আনা হবে৷ তৃতীয়ত, হাক্কানি নেটওয়ার্ক যাতে ওয়াজিরিস্তানকে নিরাপদ চারণক্ষেত্র হিসেবে ব্যবহার করতে না পারে , সে জন্য পাকিস্তান কী ব্যবস্থা নিচ্ছে , তাও জানাতে হবে প্রতিরক্ষা সচিবকে৷ দেখতে হবে জঙ্গিদের কার্যকলাপে রাশ টানতে আফগান সরকারের সঙ্গে ইসলামাবাদ সহযোগিতা করছে কি না৷ এর মধ্যে দু’টি সংশোধনী এনেছেন কংগ্রেস সদস্য ডানা রোহরাবাখার এবং একটি এনেছেন টেড পো৷

বিলটি গৃহীত হওয়ার পরে পো বলেন, ‘আমেরিকাকে পাকিস্তানের প্রতারণার হাত থেকে বাঁচাতে কংগ্রেসের একটা উল্লেখযোগ্য পদক্ষেপ৷’ পো-এর একটি সংশোধনীতে বলা হয় , পাকিস্তান বা আফগানিস্তানে সক্রিয় এমন কোনও ব্যক্তি , যাকে আমেরিকা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে , তাকে যদি পাকিস্তান আর্থিক , পরিকাঠামোগত বা সেনা -সাহায্য না দেয় , তবেই তাদের অনুদান দেবে আমেরিকা৷ পো-এর কথায় , ‘সকলেই জানেন পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনকে মদত দেয়৷ এমনকি আফগানিস্তানে কর্মরত আমেরিকানদেরও নিশানা করে এই গোষ্ঠীগুলি৷ যদিও কংগ্রেসে গৃহীত সংশোধনীতে কেবল হাক্কানি নেটওয়ার্কের কথা বলা হয়েছে৷ ’

রোহরাবাখারের আনা সংশোধনীতে বলা হয়েছে, মার্কিন অনুদান ব্যবহার করে কোনও গোষ্ঠী রাজনৈতিক বা ধর্মীয় স্বাধীনতা লাভের চেষ্টা করছে না, এটা নিশ্চিত করা হলে তবেই অনুদান দেওয়া হোক পাকিস্তানকে৷ অন্য একটি সংশোধনীতে শাকিল আফ্রিদিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করা হয়েছে৷ বলা হয়েছে --- পাক চিকিত্সক শাকিলের জন্যই শেষ পর্যন্ত ওসামা বিন লাদেনকে চিহ্নিত করা সম্ভব হয়েছিল৷ সেই আফ্রিদিকে পাকিস্তান বন্দি করে রাখায় দু’দেশের সম্পর্কে অবনতি হয়েছে৷
Year enderসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল