অ্যাপশহর

'ভুল করছে BJP', পুরভোটের আগে বিস্ফোরক সুদীপ রায় বর্মণ

নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন BJP বিধায়ক সুদীপ রায় বর্মণ। পুরভোটের ঠিক আগে বিজেপি বিধায়কের বক্তব্যে ছড়াল চাঞ্চল্য...

EiSamay.Com 23 Nov 2021, 2:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পুরভোটের দু-দিন আগে পদ্মশিবিরেই তুলকালাম। উত্তপ্ত ত্রিপুরায় আরও বাড়ল আঁচ। খোদ দলের বিরুদ্ধেই বিস্ফোরক BJP বিধায়ক সুদীপ রায় বর্মণ। সাংবাদিক বৈঠকে শীর্ষ নেতৃত্বকে তুলোধনা বিজেপি বিধায়কের। তিনি বলেন, 'ত্রিপুরায় পুরভোট প্রহসনে পরিণত হয়েছেন। মমতা আসার পর জার্সি বদল করে সিপিএমের গুন্ডারা এখন BJP-তে। তাদের জন্যই বদনাম হচ্ছে দলের। শিশুসুলভ নেতৃত্ব, মূল শত্রুকে চিহ্নিত করতে ভুল করছে BJP।'
EiSamay.Com sudip roy barman bjp MLA


সাংবাদিক সম্মেলনের শুরুতেই রাজ্যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও ক্ষোভ উগরে দেন সুদীপ রায় বর্মণ। তিনি বলেন,
'যাঁরা রাগ-অভিমান করে দল ছেড়েছেন তাঁদের ফেরানো দরকার। তার বদলে তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। শিশুসুলভ নেতৃত্ব, আসল শত্রুকে চিনতে পারছে না।' একইসঙ্গে তাঁর দাবি, এতদিনের বাম শাসনকে হটাতে যারা এই জগদ্দল পাথরটাকে হটাতে রক্ত জল করেছে, টাকা ঢেলেছে, আজ তারাই আক্রান্ত। এর আগে প্যারাট্রুপার নেতারা নামের তালিকা চেয়েছিল সিপিএমের গুন্ডা কারা , মাফিয়া কারা। আজ তারাই বিজেপিতে। আক্রমণ চালাচ্ছে। তাদের জন্যই বদনাম হচ্ছে দলের। আমি লক্ষ বার এই নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। কোনও লাভ হয়নি।'

ত্রিপুরার পরিস্থিতি প্রসঙ্গে চূড়ান্ত হতাশা প্রকাশ করেন BJP বিধায়ক সুদীপ রায় বর্মণ। অমিত শাহকেও বিঁধতে ছাড়েননি আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি বলেন, 'গণতন্ত্র আর অবশিষ্ট নেই ত্রিপুরায়। BJP এমন একটা দল যে বিকাশের কথা ভাবে। কিন্তু, বর্তমান নেতৃত্বের বিকাশের উপর ভরসা থাকলে এভাবে ভোট হত না। সবকা সাথ, সবকা বিকাশ হলে এত হিংসা কেন! তবে ত্রিপুরার মানুষ জাগ্রত, তারা জবাব দেবেন।'

এদিন সাংবাদিক বৈঠক থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে 'প্যারাট্রুপ লিডার' বলে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিস সাহা। মানসিক বিকারগ্রস্থ বলেও তোপ দুই পদ্ম বিধায়কের। নিজের দলের মুখ্যমন্ত্রীর উদ্দেশে ক্ষোভ উগরে বলেন, 'হঠাৎ করে আকাশ থেকে নেমে উড়ে এসে জুড়ে বসেছে। যে কোনও লোককে জানতে চান বলে দেবে কে এই প্যারাট্রুপ লিডার!'

পরের খবর

Tripuraসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল