অ্যাপশহর

‘ত্রিপুরার জন্য তৃণমূল’, বিপ্লব দুর্গে নয়া স্লোগান জোড়াফুল শিবিরের

তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। বিপ্লববাহিনীর মোকাবিলায় নয়া হাতিয়ার ঘাসফুলের। এবার সম্মুখ সমরে স্লোগানে বার্তা তৃণমূলের। 'বাংলার গর্ব মমতা', 'খেলা হবে'-এর মতো শক্তিশালী স্লোগানের পর তৃণমূলের নয়া প্রচার পরিকল্পনা কোন ম্যাজিক দেখাবে তা বলবে ভবিষ্যতই...

Lipi 24 Sep 2021, 10:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে তৃণমূলের লক্ষ্য ত্রিপুরা দখল। ২০২৩ সালে সেই রাজ্যে বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসা এখন পাখির চোখ তৃণমূলের। এখন থেকেই ত্রিপুরায় দলের সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। সেই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেবকে। কংগ্রেস থেকে তৃণমূলে আসা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল।
EiSamay.Com abhishek banerjee toi


আর এখনই ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য স্লোগান বেঁধে দিতে চাইছে তৃণমূল। দলের সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে, আগামী রবিবারই, ত্রিপুরা গিয়ে এই নতুন স্লোগান উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ত্রিপুরায় তাদের স্লোগান হচ্ছে ‘ ত্রিপুরার জন্য তৃণমূল’। রবিবার, বিদ্যাসাগরের জন্মদিনে আগরতলা গিয়ে এই স্লোগান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অভিষেক। সেদিনই ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস কমিটি এবং দলের যুব শাখার কমিটির সদস্যদের নামও ঘোষণা করবেন তিনি।

'কোনও তৃণমূল নেতার সঙ্গেই দেখা করিনি', জল্পনা উড়িয়ে দাবি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংমার

এর আগে, আগরতলায় গিয়ে পদযাত্রা করার কথা ছিল অভিষেকের। আগে দুবার পদযাত্রার অনুমতি না পাওয়ায় বাতিল কর হয়। পরে, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রা করতে উদ্যোগী হয়েছিলেন Abhishek Banerjee। কিন্তু সেই সময়ও তিনি পুলিশের অনুমতি পাননি। একাধিকবার আবেদন খারিজ করে দেওয়ার পর আদালতে যায় তৃণমূল কংগ্রেস এবং দুটি রিট পিটিশন করা হয়। তারপরেই আদালতে হলফনামা জমা দেয় ত্রিপুরা সরকার। জানিয়ে দেওয়া হয়, কোভিড পরিস্থিতি ও আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আগামী ৪ নভেম্বর পর্যন্ত কোনও রাজনৈতিক সভা, মিটিং, মিছিল এবং সমাবেশের অনুমতি দিচ্ছে না সরকার। তবে, যেহেতু ঘরোয়া সভা করতে কোনও বাধা নেই তাই ঘরোয়া বৈঠকের সুযোগটুকুও কাজে লাগাতে ত্রিপুরা যেতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বলে দলীয় সূত্রে খবর।

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বলেন, ‘আমি যাতে ত্রিপুরাতে যেতে না পারি, সে কারণে ওখানে ১৪৪ ধারা জারি করে রেখেছে BJP । কিন্তু কতদিন ১৪৪ ধারা জারি করে আমাকে আটকে রাখবে ? যেখানে যেখানে BJP-র সরকার আছে, সেখানেই তৃণমূল যাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করে সেখানকার ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসবে। ক্ষমতা থাকলে আমাদের আটকে নিও।’‌ এই সঙ্গেই তিনি বলেন, অসমের মতই ত্রিপুরা রাজ্যেও আমাদের খেলা শুরু হয়েছে। আমরা খেলব এবং জিতব। আগামী তিন বছরের মধ্যেই দেশ থেকে BJP-কে ছুঁড়ে ফেলে দেওয়াই আমার লক্ষ্য।’

পরের খবর

Tripuraসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল