অ্যাপশহর

ত্রিপুরা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে নাগাল্যান্ডের আদিবাসী নাচের ছবি পোস্ট কেন্দ্রীয় মন্ত্রীর!

Tripura 50th Year Statehood-এর শুভেচ্ছা জানানো নিয়ে ফের বিতর্ক। তৃণমূলের অভিযোগ BJP নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরাকে শুভেচ্ছা জানাতে গিয়ে Nagaland-এর ছবি ব্যবহার করেছেন....

Lipi 21 Jan 2022, 11:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : ত্রিপুরা রাজ্যের ৫০ বছর পূর্তির দিনে ফের BJP –কে নিশানা করল তৃণমূল। ত্রিপুরার তৃণমূলের অভিযোগ, সেই রাজ্যের ৫০ বছর পূর্তিতে মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে ব্যবহার করা হয়েছে নাগাল্যান্ড রাজ্যের আদিবাসীদের নাচের ছবি। একে ‘চরম লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস।
EiSamay.Com tripura
Photo: Twitter @HardeepSPuri


শুক্রবার টুইট করে ত্রিপুরার তৃণমূল লিখেছে ‘ কেবলমাত্র BJP মানুষের অনুভূতির তোয়াক্কা না করেই এই ধরনের ভুল করতে পারে। কোন রকম অনুশোচনা ছাড়াই সহজেই সেগুলি দিতে পারে। নাগাল্যান্ডের উপজাতি নৃত্যের ছবি ব্যবহার করা হয়েছে ত্রিপুরার জনগণকে তাদের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাতে। একেবারে লজ্জাজনক!’

এই বিতর্কের শুরু কেন্দ্রীয় মন্ত্রী এবং BJP নেতা অর্জুন রাম মেঘওয়ালের একটি টুইটকে কেন্দ্র করে। সেখানে ওই BJP নেতা লিখেছেন ‘ প্রাকৃতিক সৌন্দর্যে এবং নানা দর্শনীয় স্থানে পরিপূর্ণ ত্রিপুরা রাজ্য। এই রাজ্য হিসাবে গড়ে ওঠার ৫০ বছর পূর্তিতে ত্রিপুরার বাসিন্দাদের অভিনন্দন জানাচ্ছি।’ সেখানে তিনি যে ছবি ব্যবহার করেছেন সেটা নাগাল্যান্ডের আদিবাসীদের নাচের ছবি বলেও দাবি করেছে তৃণমূল।

এই সঙ্গেই সেই রাজ্যের বাসিন্দাদের এদিন অভিনন্দন এবং শুভেচ্ছাও জানানো হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। তাঁরা লিখেছে, এই রাজ্যের সংস্কৃতি এবং যে ‘স্পিরিট’ আছে সেটা দেশজুড়ে পালিত হয়। এই সুন্দর রাজ্যকে ঈশ্বর সময় রক্ষা করুন।’ তাদের ওই টুইটে ত্রিপুরেশ্বরী মন্দির, ঊনকোটি, ত্রিপুরার রাজ প্রাসাদের ছবি ব্যবহার করেছে তৃণমূল।



অন্য একটি টুইটে ত্রিপুরার বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি লেখেন, ‘এটাই একটা নতুন এবং আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করল। আমাদের জন্য সেটা অপেক্ষা করে আছে।’ এর আগে ত্রিপুরা রাজ্যর সরকার তাদের রাস্তার উন্নয়নের জন্য একটি বিজ্ঞাপনে ব্যবহার করেছিল কলকাতার শিয়ালদহ এলাকার রাস্তার ছবি। সেটা নিয়েও বিপ্লব দেবের সরকারকে তীব্র আক্রমণ করেছিল তৃণমূল।

এদিকে, রাজ্য হিসাবে ৫০ বছর পূর্ণ করল মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা। ১৯৭২ সালে পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে উত্তর পূর্ব ভারতের এই তিনটি রাজ্য। শুক্রবার রাজ্য হিসাবে সুবর্ণ জয়ন্তী পালন করছে এই তিনটি রাজ্য ।এদিন ওই তিনটি রাজ্য ৫০ বছর পূর্ণ করায় সেই রাজ্যে বাসিন্দাদের অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরা জানান, দেশের উন্নতিতে উল্লেখ যোগ্য অবদান রেখেছে উত্তর পূর্ব ভারতের এই তিন রাজ্য।

মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরাকে সুবর্ণজয়ন্তীর অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

স্বাধীনতা লাভের ২৫ বছর পরে স্বয়ং সম্পূর্ণ রাজ্য হিসাবে এই তিনটি রাজ্য গড়ে ওঠে। ১৯৭১ সালে North-Eastern Areas (Reorganisation) Act করা হয়। তারপরে ১৯৭২ সালে গড়ে ওঠে আলাদা মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য। ১৯৭২ সালের ২১ জানুয়ারি এই তিনটি রাজ্য স্বীকৃতি পায়।

পরের খবর

Tripuraসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল