অ্যাপশহর

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দিতে বিশেষ কর্মসূচি ত্রিপুরা সরকারের

ত্রিপুরায় বাড়ছে করোনার প্রকোপ। তাই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনা টিকার দিতে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই রাজ্যের ৮টি জেলায় যত বেশি স্কুলে সম্ভব গিয়ে এই টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Lipi 27 Jan 2022, 12:43 am
এই সময় ডিজিটাল ডেস্ক : ত্রিপুরায় বাড়ছে করোনার প্রকোপ। সেই সঙ্গে বাড়ছে কোভিডের সংক্রমণের হারও । আর এই সময়েই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দিতে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে ত্রিপুরায়। বুধবার থেকেই তিনদিনের এই বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। এই সময়ে সেই রাজ্যের ৮টি জেলায় যত বেশি স্কুলে সম্ভব গিয়ে এই টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সেই রাজ্যের স্বাস্থ্য দফতর।
EiSamay.Com corona tripura news
প্রতীকী ছবি


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, এই ‘special vaccination drive’-এ সেই রাজ্যে প্রায় ২ লাখ ১৩ হাজার জনকে এই করোনার টিকা দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা এই করোনা মহামারীর বিরুদ্ধে সবাই মিলে এক হয়ে লড়াই করছি। তাই আমি সব অভিভাবকদের কাছেও অনুরোধ করছি তাঁরা যেন এই সময়ে তাঁদের সন্তানদের স্কুলে পাঠান। যাতে আমরা তাদের সবাইকে এই টিকা দিতে পারি।’ আগামী ২২ তারিখ পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে বলেও জানান তিনি। আগেই তিনি জানিয়েছিলেন যে, কোভিড-১৯ এর তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করতে তৈরি ত্রিপুরা। সেখানে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান বিপ্লব কুমার দেব।

করোনার বাড়বাড়ন্তে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস সাসপেন্ড ত্রিপুরা সরকারের

ত্রিপুরায় করোনা সংক্রমণের হার প্রায় ১৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ আগরতলা পুরসভা এলাকাতে। সেখানে পজিটিভিটি হার প্রায় ২৮.২৩ শতাংশ। করোনার বাড়বাড়ন্ত রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও সেখানে কোভিড সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে সেই রাজ্য প্রি-প্রাইমারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ‘অফলাইন’ ক্লাস বন্ধ রাখা হয়েছে। ওই সব পড়ুয়াদের জন্য ক্লাস ‘সাসপেন্ড’ রাখার সিদ্ধান্তর কথা জানিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

এইসঙ্গেই সেই রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। রতনলাল নাথ জানান, সেই রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেনির ক্লাস স্কুলে চললেও একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। ওই ক্লাসের পড়ুয়াদের প্রতিদিনই আসতে হবে না। সপ্তাহে আপাতত ২দিন করে ক্লাসে আসবে তারা। ক্লাসে আসার অন্য তাদের অভিভাবকদের সম্মতিপত্র নিয়ে আসতে হবে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই নিয়মেই ক্লাস চলবে। তারপরে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা ঠেকাতে আরও কড়া ত্রিপুরা, বাড়ল নাইট কার্ফুর মেয়াদও

ত্রিপুরাতে জারি করা হয়েছে নাইট কার্ফু। সেইসঙ্গেই জনসমাগম রুখতে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। জানানো হয়েছে, সেই রাজ্যে সব সিনেমা হল স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম , পার্ক , বার, রেস্তরাঁ সব জায়গাতেই মোট আসনের ৫০ শতাংশ নিয়ে চালু রাখা যাবে। তবে, জিম এবং সুইমিং পুলে যতজন থাকতে পারেন তার এক-তৃতীয়াংশকে সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। রেস্তরাঁ, ধাবা খুলে রাখা যাবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। তবে, মোট আসনের ৫০ শতাংশ লোক নিয়েই। এই বিধিনিষেধ চলার সময়ে কাউকে প্রকাশ্য বা খোলা জায়গায় সভা করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

পরের খবর

Tripuraসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল