অ্যাপশহর

ত্রিপুরায় তৃণমূলের সংগঠন গড়ে তোলা চ্যালেঞ্জের কাজ, স্বীকার করে নিলেন সুস্মিতা দেব

তৃণমূলের Mission Tripura। বিপ্লব দেবের রাজ্যে প্রভাব বাড়াচ্ছে জোড়াফুল শিবির। কিন্তু, প্রাক্তন কংগ্রেস ও সদ্য় তৃণমূলে যোগ দেওয়া নেত্রী Susmita Dev মানছেন ব্যাপারটা সহজ নয়...

Lipi 2 Sep 2021, 11:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় তৃণমূলের সংগঠন গড়ে তোলা চ্যালেঞ্জের কাজ বলে স্বীকার করে নিলেন সুস্মিতা দেব। এই সঙ্গেই তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর দল এই ‘চ্যালেঞ্জ’-এর মোকাবিলা করে আগামী কয়েক মাস কাজ করবেন। গত মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব।
EiSamay.Com susmita dev


ত্রিপুরা রাজ্যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। এই রাজ্যে BJP-কে হারিয়ে সরকার গঠন করা লক্ষ্য তৃণমূলের তা জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এই জন্য সেখানে বুথস্তর পর্যন্ত সংগঠন শক্তিশালী করার জন্য একাধিকবার ত্রিপুরা ঘুরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘুরে গিয়েছেন Kunal Ghosh, ব্রাত্য বসু, মলয় ঘটকরা।

তৃণমূলে যোগ দেওয়ার পরে ত্রিপুরায় দলের সংগঠন মজুবত করার দায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেবকে। এই জন্য তিনি বুধবার এসেছেন ত্রিপুরায়। আপাতত দিন পনের তিনি থাকবেন এই রাজ্যে। তিনি বলেন, ‘ আমি ২০১৮ সালে কংগ্রেসের হয়ে ত্রিপুরা এসেছিলাম। এখানে নির্বাচনের আগে BJP অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা সেই সব প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। যারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের এবার জবাব দিতে হবে। আমাদের এখানে তৃণমূলের সংগঠনকে বাড়াতে হবে।‘ এই সঙ্গেই তিনি বলেন, ‘এখানের মানুষ দেখেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কেমন উন্নয়নমূলক কাজ করছে। ত্রিপুরার মানুষ চান এই রাজ্যও TMC তাদের সংগঠনকে বড় করুক। আমরা জানি, এই কাজটা আমাদের কাছে চ্যালেঞ্জের। কিন্তু আমরা এই কাজটা করে দেখাব।’

'জমায়েতে যেতে হলে টিকাকরণ আবশ্যক', উৎসবের মরশুমের মুখে সতর্কবাণী কেন্দ্রের

তাঁর দাবি, ত্রিপুরায় দীর্ঘদিন বামফ্রণ্ট ক্ষমতায় থাকলেও এখন তারা নিষ্ক্রিয়, দুর্বল হয়ে পড়েছে। কংগ্রেসের অবস্থা আরও খারাপ। এই রাজ্যে গত দুবছরে বুথস্তরে কমিটিও গঠন করতে পারেনি কংগ্রেস। সুস্মিতা দেবের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে পারবে না BJP। তিনি বলেন, ‘এখন আমাদের চ্যালেঞ্জ এই রাজ্যে শক্তিশালী সংগঠন গড়ে তোলা। এই জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তৃণমূলের শীর্ষ নেতারা এই জন্য নিয়মিত পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাতে আসবেন।’ এই রাজ্যে কেন তাঁদের কর্মীদের ওপরে BJP আক্রমণ করছে তা নিয়েও প্রশ্ন করেন তিনি। বুধবার আগরতলা এসে সুস্মিতা দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের বাড়িতেও যান।

কংগ্রেসের হাত ছেড়ে ১৬ অগাস্ট তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। প্রসঙ্গত, ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে সাংসদ হন সুস্মিতা। তিনি বর্ষীয়ান কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে।

পরের খবর