অ্যাপশহর

তথ্য বিক্রির অভিযোগ! ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেবে Zoom

Zoom Meeting: ক্ষতিপূরণ দেবে Zoom। গ্রাহকদের তথ্য অন্যত্র বিক্রি করার অভিযোগ ওঠে সংস্থার বিরুদ্ধে। আর সেকারণে ক্ষতিপূরণ দেবে সংস্থাটি। কীভাবে পাওয়া যাবে ক্ষতিপূরণ? জানুন...

EiSamay.Com 8 Dec 2021, 3:14 pm
করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই ব্যবহার বেড়েছে একাধিক টেলি কনফারেন্সিং সফটওয়ারের ব্যবহার অনেকটাই বেড়েছে। তার মধ্যে অন্যতম হল Zoom। এবার একটি বিশেষ ঘোষণা করা হল সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার তরফ থেকে 25 মার্কিন ডলার পর্যন্ত দেওয়া হবে প্রত্যেক ব্যবহারকারীকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 1875 টাকার সমান।.
EiSamay.Com Zoom meeting

Instagram আর tiktok-এ Excel-এর টিপস দিয়ে কোটিপতি এই মহিলা
কেন এই টাকা দেবে Zoom?
Zoom এর অভিযোগ ওঠে, ব্যবহারকারীদের তথ্য নিয়ে নিয়ে তারা অন্য কোনও সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে Zoom। কিন্তু পুরো বিষয়টির জন্য Zoom ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী 850 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে সংস্থাটি। সেই ক্ষতিপূরণ ব্যবহারকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে ক্ষতিপূরণ পাবেন শুধুমাত্র অ্যামেরিকায় বসবাসকারী Zoom ব্যবহারকারীরা। অন্য দেশের ব্যবহারকারীরা এই ক্ষতিপূরণ পাবেন না।


কারা ক্ষতিপূরণ পাবেন?
Zoom -এর তরফে এই মারাত্মক অভিযোগ অভিযোগ অস্বীকার করা হলেও সংস্থার তরফে জানানো হয়েছে যে সব ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে শুধুমাত্র তাদেরই প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে। সব ব্যবহারকারীকে এই ক্ষতিপূরণ দেবে না। যাঁরা ক্ষতিপূরণ পাবেন তাদের প্রত্যেককে 25 মার্কিন ডলার করে দেওয়া হবে। এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁরা পেইড সাবস্ক্রাইবার শুধুমাত্র তাঁদের দেওয়া হবে ক্ষতিপূরণ। তাঁদের ক্ষেত্রে 2টি অপশন রাখা হয়েছে। হয় তাঁরা 25 মার্কিন ডলার করে পাবেন অথবা তাঁরা সাবক্রিপশন ফি বাবদ যে টাকা দেন তার 15 শতাংশ করেও ফেরত পেতে পারেন।

ওই অভিযোগে জানানো হয়েছে, 2016 সালের 30 মার্চ থেকে 2021 সালের 30 জুলাইয়ের মধ্যে ওই তথ্য অন্যত্র বিক্রি করে। তাই সংস্থার তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ওই সময়ের মধ্যে যাঁরা Zoom ব্যবহার করতেন তাঁদেরই শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়া হবে।

OTP ভেরিকেশনের সময় চুরি হচ্ছে আপনার ফোনের তথ্য? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাকে www.ZoomMeetingsClassAction.com-এ আবেদন করতে হবে। অথবা মেইলের মাধ্যমেও আপনি পাঠাতে পারেন। আবেদন করার পর আপনার অভিযোগপত্র গ্রাহ্য হলে আপনাকে ক্ষতিপূরণ দেবে সংস্থাটি।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল