অ্যাপশহর

Google-এ ফাঁস আপনার WhatsApp নম্বর! নয়া রিপোর্টে হইচই

নম্বর থেকে ইউজারের প্রোফাইল পিকচার ব্যবহার করে গুগল রিভার্স ইমেজ ব্যবহার করলে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া তথ্যও ফাঁস হয়ে যাবে।

EiSamay.Com 9 Jun 2020, 6:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উদ্বেগের খবর। মার্ক জুকেরবার্গের ফেসবুকের সংস্থা হোয়াটসঅ্য়াপের তরফে 'end to end encrypted' চ্যাট-সুরক্ষার দাবি করা হলেও, ভুলবশত ইউজারদের নম্বর গুগলে ফাঁস করে দিল বিশ্বের বৃহত্তম চ্যাট অ্যাপ্লিকেশন। চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ হয়েছে এ দেশের এক সংবাদমাধ্যমে।
EiSamay.Com WhatsApp
প্রতীকী ছবি


ক্লিক টু চ্যাট (Click to Chat) ফিচার্স ব্যবহার করে হোয়াটসঅ্যাপ সেশন চালিয়ে থাকে বেশ কিছু সংস্থা। এক্ষেত্রে ইউজারের নম্বর সেভ না করেই QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমে ইউজারের সঙ্গে যুক্ত হওয়া যায়।

তবে এটি আদতে একটি প্রযুক্তিগত ত্রুটি। ওই রিপোর্টে প্রকাশিত, '>https://wa.me/<phone_number>' URL-এ ইউজারের ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস হয়ে যায়। যা গুগল থেকে যে কেউ অ্যাকসেস করতে পারে। বিপদ শুধু এখানেই নেই, নম্বর থেকে ইউজারের প্রোফাইল পিকচার ব্যবহার করে গুগল রিভার্স ইমেজ ব্যবহার করলে ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া তথ্যও ফাঁস হয়ে যাবে।

টেক-সাইটের রিপোর্টে হোয়াটসঅ্যাপ বাগের উল্লেখ থাকলেও সংস্থার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল