অ্যাপশহর

2021 সালে তিনটি ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi

লুকের দিক থেকে মনে করা হচ্ছে, সবার প্রথমে ক্ল্যামশেল টাইপ হ্যান্ডসেটই লঞ্চ করবে Xiaomi। আর তার সবচেয়ে বড় কারণ হল, চলতি বছরেই একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, এই ক্ল্যামশেল ডিজাইন টাইপের জন্য Samsung এবং LG-র ডিসপ্লে অর্ডার করেছিল Xiaomi।

EiSamay.Com 27 Dec 2020, 4:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 2021 সাল যেন ফোল্ডেবল স্মার্টফোনেরই বছর হতে চলেছে! একদিকে Samsung যেমন ঘোষণা করেছে, নতুন বছরে সস্তার ফোল্ডেবল নিয়ে আসার কথা। আর একদিকে চিনা স্মার্টফোন-মেকার Xiaomi-ও ঘোষণা করল, 2021 সালে তিনটি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে তারা।
EiSamay.Com Xiaomi Foldable Phones


Xiaomi-র তরফে এই নিয়ে এখনও নিশ্চিত বার্তা না মিললেও, Display Supply Chain Consultants-এর সিইও রস ইয়ং ট্যুইটারে খবরটি জানিয়েছেন। এই তিনটি ফোল্ডেবল হ্যান্ডসেটের জন্য তিনটি ভিন্ন ডিজাইন নিয়ে হাজির হচ্ছে Xiaomi। আউট-ফোল্ডিং, ইন-ফোল্ডিং এবং ক্ল্যামশেল। এর মধ্যে কোনটি সবার প্রথম লঞ্চ করবে, সে বিষয়েও কোনও তথ্য জানা যায়নি।

তবে লুকের দিক থেকে মনে করা হচ্ছে, সবার প্রথমে ক্ল্যামশেল টাইপ হ্যান্ডসেটই লঞ্চ করবে Xiaomi। আর তার সবচেয়ে বড় কারণ হল, চলতি বছরেই একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, এই ক্ল্যামশেল ডিজাইন টাইপের জন্য Samsung এবং LG-র ডিসপ্লে অর্ডার করেছিল Xiaomi।

অন্য দিকে আবার রস ইয়ংয়ের সাম্প্রতিক আর একটি ট্যুইট থেকে জানা গিয়েছে, বহু দিন ধরে স্যামসাংয়ের যে ফোন নিয়ে জল্পনা চলছি সেই Galaxy Z Fold 3 নতুন বছরের শুরুতেই লঞ্চ হতে পারে। Samsung Galaxy সিরিজের এই ফোল্ডেবল ফোনটি Galaxy Z Fold 2-এর পরবর্তী প্রজন্ম।

লঞ্চের কয়েক ঘণ্টা আগে Xiaomi Mi 11-এর বক্স ঘিরে 'রহস্য'! থাকছে না কোনও চার্জার
রস ইয়ং আরও জানাচ্ছেন, এই ফোনে 7.55-এর জায়গায় 7.59 ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। আউটার ডিস্প্লে স্ক্রিন হতে চলেছে 6.2 ইঞ্চির। আর এই ছোট স্ক্রিন দেওয়া উদ্দেশ্যই হচ্ছে S Pen-এর জন্য একটি বিশেষ জায়গা খালি করে রাখা। ইতিমধ্যেই Samsung জানিয়েছে যে, আসন্ন ফোল্ডেবল ফোনগুলিতে S Pen থাকছে।

Xiaomi Mi 11 Series-এ ভিডিয়ো নাইট মোড, লেটেস্ট টিজারে জল্পনা বেড়ে দ্বিগুণ!
রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে, Galaxy S21 Ultra হ্যান্ডসেটে S-Pen stylus দেওয়া হবে। রস ইয়ং বলছেন, Galaxy Z Flip 3 এবং Galaxy Z Flip Lite-এ একটু বড় 6.70 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এছাড়াও এই দুই হ্যান্ডসেটে 120Hz ডিসপ্লেও দেওয়া হতে পারে। অন্য দিকে আবার Galaxy Z Flip 3 স্মার্টফোনে অত্যধুনিক প্রযুক্তির LTPO থাকবে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল