অ্যাপশহর

Xiaomi: ভারত ছেড়ে ব্যবসা গুটিয়ে পাকিস্তানে পালাচ্ছে শাওমি? জবাব দিল চিনা সংস্থা

Xiaomi India: একাধিক টুইটে সম্প্রতি দাবি করা হয়েছিল ভারত ছেড়ে ব্যবসা নিয়ে পাকিস্তান (Pakistan) যেতে পারে শাওমি। খবর রটেছিল ভারতে তদন্ত সংস্থার (ED) ভয়ে এই সিদ্ধান্ত নিতে পারে চিনা সংস্থাটি। এবার উত্তর দিল Xiaomi।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 7 Oct 2022, 3:42 pm
সম্প্রতি এক টুইটের পরে দেশের মোবাইল ফোন দুনিয়ায় হৈচৈ শুরু হয়। সেখানে দাবি করা হয় ভারত থেকে ব্যবসা গুটিয়ে পাকিস্তানে চলে যাচ্ছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi। এই টুইট সামনে আসতেই টেক দুনিয়ায় বিভিন্ন খবর ভাসতে শুরু করে। যদিও সমালোচকদের চুপ করিয়ে টুইটারেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চিনা সংস্থাটি।
EiSamay.Com xiaomi exit india


এই ধরনের সব দাবি অস্বীকার করে টুইট বার্তা পোস্ট করেছে Xiaomi। সম্প্রতি ভারতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই চিনা সংস্থার 5,551.27 কোটি টাকা ফ্রিজ করেছিল। বিদেশে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছিল তদন্তকারী সংস্থাটি। এর পরেই Xiaomi -র ভারত থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার জল্পনা শুরু হয় বিভিন্ন মহলে।

South Asia Index -এর টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় এই বিপুল পরিমাণ অর্থ ফ্রিজ করার কারণে ভারত থেকে ব্যবসা গুটিয়ে পাকিস্তান চলে যেতে পারে Xiaomi।

যদিও এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসে Xiaomi। South Asia Index -এর টুইটের উত্তরে Xiaomi জানিয়েছে, “2014 সালে ভারতে ব্যবসা শুরু করে Xiaomi। এক বছরের মধ্যে ভারতে ফোন উৎপাদন শুরু হয়েছিল। এই মুহূর্তে ভারতে বিক্রি হওয়া 99 শতাংশ স্মার্টফোন ও 100 শতাংশ TV ভারতে তৈরি। আমরা মিথ্যা এবং ভুল দাবি থেকে কোম্পানির সুনাম রক্ষা করার জন্য সমস্ত ব্যবস্থা নেব।”

চলতি বছর 29 এপ্রিল ভারতে Xiaomi -র অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল Xiaomi। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই আদালতে গিয়েছে চিনা সংস্থাটি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা FEMA নিয়ম লঙ্ঘনের অভিযোগে এবং ভারতের বাইরে তিনটি কোম্পানিকে রয়্যালটির ছদ্মবেশে টাকা পাঠানোর অভিযোগে সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল।
Chinese Smartphone: ভারতে নিষিদ্ধ হতে পারে 'সস্তার' চিনা স্মার্টফোন, বেজিংকে কড়া দাওয়াই নয়াদিল্লির!
চিনা মোবাইল ফোন নির্মাতা সংস্থাটি আপিলের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে যে শুনানির সময় একটি বিদেশি ব্যাঙ্কের প্রতিনিধিকে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার Xiaomi আবার কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, যেখানে FEMA সক্ষম কর্তৃপক্ষের 29 সেপ্টেম্বরের আদেশকে চ্যালেঞ্জ করে যা 29 শে এপ্রিল ED এর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ নিশ্চিত করেছিল।
Xiaomi ফোনের চিপের ভিতর ‘ভয়ঙ্কর’ গরমিল, কোম্পানির ভুলে মুহূর্তে ফাঁকা হবে আপনার অ্যাকাউন্ট!
উচ্চ আদালত এই বছরের শুরুতে মোবাইল নির্মাতাকে তার দৈনন্দিন কার্যক্রমের জন্য অর্থ ব্যবহার করার অনুমতি দিয়েছিল কিন্তু রয়্যালটি পরিশোধের জন্য এই অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর