অ্যাপশহর

সস্তার ইলেকট্রিক স্কুটার, স্মার্ট এয়ার ফ্রায়ার, গেমিং মনিটর লঞ্চ করে IoT লাইনআপ ঢেলে সাজাল Xiaomi

Xiaomi Mi Electric Scooter 3: মার্কেটে একগুচ্ছ নতুন প্রডাক্ট নিয়ে হাজির হল শিয়াওমি। তালিকায় রয়েছে একটি ইলেকট্রিক স্কুটার, গেমিং মনিটর, অত্যন্ত শক্তিশালী রাউটার, ইয়ারবাডস ও একটি স্মার্ট এয়ার ফ্রায়ার। এই সব প্রডাক্টের দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।

Lipi 27 Jul 2021, 8:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে স্মার্টফোন বিক্রির জন্য জনপ্রিয় হলেও চিন ও বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন ধরনের প্রডাক্ট বিক্রি করে Xiaomi। সম্প্রতি এমনই একাধিক প্রডাক্ট লঞ্চ করেছে বেজিংয়ের কোম্পানিটি। এর মধ্যেই রয়েছে নতুন ইলেকট্রিক স্কুটার, গেমিং মনিটর, এয়ার ফ্রায়ার ও ওয়্যারলেস ইয়ারবাড। বিশ্ববাজারে এই প্রডাক্টগুলি লঞ্চ হলেও, ভারতে কবে আসবে, সেই বিষয়ে কিছু জানায়নি Xiaomi। কোম্পানির লেটেস্ট প্রডাক্টগুলি একনজরে দেখে নিন।
EiSamay.Com Xiaomi Mi Electric Scooter 3


Xiaomi Mi Router AX9000

লঞ্চের সময় কোম্পানির নতুন রাউটারের দাম 299 ইউরো (প্রায় 26,000 টাকা)। এটাই কোম্পানির প্রথম ট্রাই ব্যান্ড WiFi 6 রাউটার। এই রাউটারে রয়েছে কোয়ালকমের হেক্সা কোর প্রসেসর। কোম্পানির দাবি, এই রাউটারে একটি 4Ghz ও দুটি 5Ghz ব্যান্ড থাকছে। গেমিংয়ের সময় এই রাউটারে কোনও ল্যাগ অনুভব করবেন না। একই সঙ্গে 4K ভিডিয়ো স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাও সঞ্চয় করা যাবে। কোম্পানির তরফে বলা হয়েছে, সর্বোচ্চ 8,345Mbps স্পিড পাওয়া যাবে এই রাউটারে।

Xiaomi Mi 2K গেমিং মনিটর

27 ইঞ্চি এই মনিটরে পাবেন 2560 x 1440 QHD রেজোলিউশন। দুর্দান্ত গেমিংয়ের জন্য এই মনিটরে 165Hz রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও, এই মনিটরে VESA ডিসপ্লে 400 সাপোর্ট ও DCI-P3 কালার রেঞ্জের 95 শতাংশ পাবেন। লঞ্চের সময় Xiaomi-র নতুন গেমিং ল্যাপটপের দাম 499 ইউরো (pray 43,000 টাকা)।

Mi স্মার্ট এয়ার ফ্রায়ার

কোম্পানির এই স্মার্ট এয়ার ফ্রায়ার Mi Home অ্যাপের মাধ্যমে কানেক্ট করা যাবে। এর ফলে স্মার্টফোন থেকেই এয়ার ফ্রায়ার কন্ট্রোলও করতে পারবেন গ্রাহকেরা। 40°C থেকে 200°C তাপমাত্রায় ব্যবহার করা যাবে এই যন্ত্র। রয়েছে 100-র বেশি রেসিপির আইডিয়া।

কোম্পানির দাবি, কোনও কিছু রান্নার 24 ঘণ্টা আগে তা শিডিউল করা যাবে এই এয়ার ফ্রায়ারে। কয়েকটি দেশে Google Assistant, Amazon Alexa-র সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে এই এয়ার ফ্রায়ার। লঞ্চের সময় এই প্রডাক্টের দাম 99 ইউরো (প্রায় 8,600 টাকা)।

আরও পড়ুন: 3 অগাস্ট ভারতে প্রথম ল্যাপটপ নিয়ে আসছে Redmi, জানুন দাম ও স্পেসিফিকেশনস

Mi ইলেকট্রিক স্কুটার 3

কালো ও ধূসর রঙের নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে চিনের কোম্পানিটি। হালকা এই ইলেকট্রিক স্কুটার খুব সহজেই ভাঁজ করা যাবে। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে এই স্কুটার। রয়েছে একটি 600W মোটর। E-ABS ও অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও, থাকছে ডুয়াল প্যাড ডিস্ক ব্রেক। লঞ্চের সময় এই ইলেকট্রিক স্কুটারের দাম 449 ইউরো (প্রায় 39,000 টাকা)।

আরও পড়ুন: 5G সাপোর্ট ও ওয়াটারপ্রুফ বডির Nokia X20 হাজির!

Redmi Buds 3 Pro

কোম্পানির নতুন হাইব্রিড ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন। এছাড়াও, থাকছে ট্রান্সপারেন্সি মোড। Redmi Buds 3 Pro তে Bluetooth 5.2 দিয়েছে Xiaomi। একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে এই ইয়ারফোন।

কোম্পানির দাবি, এক চার্জে 6 ঘণ্টা চলবে এই ইয়ারবাডস। সঙ্গে থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এই ওয়্যারলেস ইয়ারবাডের কেস একবার সম্পূর্ণ চার্জ করলে মিলবে 28 ঘণ্টা প্লে ব্যাক। লঞ্চের সময় এই ইয়ারবাডের দাম 69.9 ইউরো (প্রায় 6,000 টাকা)।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর