অ্যাপশহর

40% বেশি স্পিড দেবে WiFi 6! কেন আপগ্রেড করবেন? জেনে নিন

WiFi 6 রাউটার WiFi 5 সাপোর্ট-যুক্ত ডিভাইসেও কাজ করতে পারে। সুতরাং, আপনার যদি এখনই WiFi 6 ডিভাইস না-ও থাকে, তাহলে আপনি WiFi 5 দিয়েও কাজ চালাতে পারবেন।

EiSamay.Com 26 Oct 2020, 4:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে 4G থেকে 5G আপগ্রেডেশনের পথে এগিয়ে চলেছে টেলিকম নেটওয়ার্কগুলি। ঠিক তেমনই আবার আপগ্রেডেশনের পথে এগোচ্ছে WiFi কানেকশনগুলিও। এতদিন ছিল WiFi 5। পরবর্তী সংস্করণ WiFi 6-এ আশার আলো। ইতিমধ্যেই মার্কেটে এমন কিছু প্রডাক্ট চলে এসেছে, যেগুলি WiFi 6 সাপোর্টেড। এই WiFi 6 অর্থাৎ WiFi-এর নতুন সংস্করণ সম্পর্কে অনেকেরই ধারণা কম। অনেকেরই ভ্রান্ত ধারণা, WiFi 6-এ এখনই আপগ্রেড করা ঠিক হবে না। কারণ, তাঁরা মনে করছেন এর উপযোগী প্রডাক্ট বাজারে নেই। তাই WiFi 6-এ এখনই আপগ্রেড করা জরুরি কেন, জেনে নিন।
EiSamay.Com Wifi 6


WiFi 6 (802.11ax) আসলে WiFi 5 (802.11ac)-এর একটি আপগ্রেডেড ভার্সন। এর নেটওয়ার্ক ক্যাপাসিটি WiFi 5-এর চেয়ে কমপক্ষে ৪ গুণ বেশি। তার সঙ্গে এটি ইউজারদের অত্যন্ত দ্রুত স্পিড দিয়ে থাকে। একাধিক ডিভাইসে যোগ করলেও WiFi খুব ভালো ভাবে কাজ করে এবং তা স্পিডও দেয় খুবই দ্রুত।

দশম জেনারেশন Intel চিপসেট-যুক্ত ল্যাপটপ WiFi 6 সাপোর্ট করে। যে ল্যাপটপে Intel-এর Gig+ টেকনোলজি রয়েছে সেখানে, ইন্টারনেট স্পিড WiFi 6 রাউটারের সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া Galaxy S10, Note 10, iPhone 11 ইত্যাদি ডিভাইস WiFi 6 সাপোর্ট করে। কিছুদিনের মধ্যেই আরও অন্যান্য প্রায় সব ডিভাইসেই সাপোর্ট করবে WiFi 6।

আরও পড়ুন: ৭০০০ টাকারও কমে Samsung ও Redmi-র স্মার্টফোন! দেখুন তালিকা...

WiFi 6 রাউটার WiFi 5 সাপোর্ট-যুক্ত ডিভাইসেও কাজ করতে পারে। সুতরাং, আপনার যদি এখনই WiFi 6 ডিভাইস না-ও থাকে, তাহলে আপনি WiFi 5 দিয়েও কাজ চালাতে পারবেন। WiFi 6-এর আরেকটি আকর্ষণীয় দিক হল, যখন এটি কোনও ডিভাইসে সংযুক্ত করা হয়, তখন WiFi 5-এর তুলনায় 40% বেশি স্পিড দেয়।

আরও পড়ুন: ফিচার ফোনেই দেখুন লাইভ IPL! JioPhone-এ এসে গেল JioCricket অ্যাপ

এরপরেও যদি কোনও গ্রাহকের মনে হয় যে, রাউটার আপগ্রেড করে আখেরে কোনও সুবিধা নেই, তাহলে ভুল ভাবছেন! কারণ, সাম্প্রতিক এবং অত্যধুনিক সব টেকনোলজি শুধু ভালো ফিচারই দেয় না, তার সঙ্গেই সুরক্ষার দিকটাও নিশ্চিত করে। WiFi 6 রাউটারে WiFi 5-এর তুলনায় দ্রুততর CPU আছে যা, গিগাবাইট স্পিডকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করে। তাই WiFi 6-এ আপগ্রেড করার এটাই সঠিক সময়।

এই সময় ডিজিটালের টেক সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল