অ্যাপশহর

ভুল স্টেটাস দিয়ে ফেললেন? এক সেকেন্ডে শুধরে দেবে WhatsApp-এর নতুন ফিচার!

WhatsApp Status Undo And Redo: এবার স্টেটাসে Undo বাটন নিয়ে আসতে চলেছে WhatsApp। নতুন ফিচারে কোনও স্টেটাস আপডেট ভুল করে পোস্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করে দেওয়া সম্ভব হবে।

Lipi 25 Oct 2021, 9:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসার তোরজোড় শুরু করল WhatsApp। এবার ছবি পাঠানোর সময় Undo ও Redo বাটন নিয়ে হাজির হতে পারে মেসেজিং কোম্পানিটি। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্টেটাসেও এই ফিচার নিয়ে আসতে পারে WhatsApp। এই বাটনের মাধ্যমে কোনও স্টেটাস একবার শেয়ার করার পরেও তা ফিরিয়ে নেওয়া যাবে।
EiSamay.Com WhatsApp


WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্টেটাসে Undo বাটন নিয়ে আসতে চলেছে WhatsApp। এমনিতে WhatsApp-এ প্রকাশিত যে কোনও স্টেটাস 24 ঘণ্টা পর্যন্ত দেখা সম্ভব। এর পরে নিজে থেকেই সেই স্টেটাস ডিলিট হয়ে যায়। নতুন ফিচারে কোনও স্টেটাস আপডেট ভুল করে পোস্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করে দেওয়া সম্ভব হবে।

রিপোর্টে প্রকাশিত স্ক্রিনশটে দেখা গিয়েছে, Status Sent বাটনের অপর প্রান্তে Undo বাটন দেখা যাবে। কোনও স্টেটাস শেয়ার করার পরেই যদি বুঝতে পারেন যে, ভুল করে পোস্ট হয়ে গিয়েছে, সে ক্ষেত্রে এই Undo বাটনে ট্যাপ করে সঙ্গে সঙ্গে সেই স্টেটাস আপডেট সরিয়েও নেওয়া যাবে। Undo বাটন ছাড়াও স্টেটাস আপডেটের আগে ছবি এডিট ও ক্যামেরা বাটন দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হলে বলি তারকাদের কথাবার্তা ফাঁস হয় কী ভাবে?
এখন যে কোনও স্টেটাস আপডেট ডিলিট করতে পারেন গ্রাহকরা। তবে, Undo বাটন থেকে ভুল করে দেওয়া স্টেটাস আপডেট সরিয়ে নেওয়া যাবে খুবই দ্রুততার সঙ্গে। এই বাটনে ক্লিক করার ফলে স্টেটাস ডিলিট হলে আপনাকে জানিয়ে দেবে WhatsApp। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই Undo ফিচার পৌঁছে গিয়েছে। আপনি Android বিটা ভার্সন ব্যবহার করলে এখনই ফোনের WhatsApp আপডেট করুন।

WhatsApp-এ কার সঙ্গে সবথেকে বেশি চ্যাট করেছেন এখনও পর্যন্ত? এই সহজ উপায়ে জেনে নিন
সম্প্রতি, ভারতে চ্যাট বাবলের মধ্যেই পেমেন্ট শর্টকাট যুক্ত করেছে WhatsApp। এই বাটনে ট্যাপ করে সহজেই টাকা পাঠানো যাবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল