অ্যাপশহর

STALKER-রা সাবধান! অন্যের ছবি আর সেভ হবে না হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভার্সন 2.19.143 এবং iPhone 2.19.60.5 ভার্সনে ইতিমধ্যেই এই আপডেট দেখা গেছে।

EiSamay.Com 17 May 2019, 5:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরিচিত কারোর প্রোফাইল ফটো পছন্দ হলে ডাউনলোড করার সুযোগ থাকে। তবে এর অপব্যবহার নিয়ে অভিযোগও কম নেই। এবার কড়া সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ, পরবর্তী আপডেটেই যা লাইভ হওয়ার সম্ভাবনা প্রবল। আপডেট অনুযায়ী, অন্যের প্রোফাইল ফটো আর ডাউনলোড করা যাবে না।
EiSamay.Com WhatsApp
হোয়াটসঅ্য়াপের প্রতীকী ছবি।


আরও পড়ুন: সাবধান! এখনই অ্যাপ আপডেট করতে বলছে হোয়াটসঅ্যাপ, জানেন কেন?

হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভার্সন 2.19.143 এবং iPhone 2.19.60.5 ভার্সনে ইতিমধ্যেই এই আপডেট দেখা গেছে। WABetaInfo-র জন্য পরিচিত এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অন্য ইউজারের প্রোফাইল ফটো সেভ করার ফিচার্স বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। আপাতত বেটা ভার্সনে এই ফিচার্স পরীক্ষা করা হলেও শীঘ্রই তা লাইভ করা হবে।

এছাড়াও iPhone-এ একাধিক নতুন ফিচার্স আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার মধ্যে রয়েছে স্টিকার প্রিভিউ। এই সবই পরীক্ষা চলছে হোয়াটসঅ্যাপ বেটাতে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল