অ্যাপশহর

WhatsApp New Scam:‘মা, টাকা পাঠাও’, হোয়াটসঅ্যাপে প্রতারকদের নয়া ছক থেকে সাবধান!

ফের হোয়াটসঅ্যাপে নয়া ফন্দি প্রতারকদের, জানুন কী ভাবে ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 21 Dec 2022, 11:03 am
ভারত তথা বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ WhatsApp। বিপুল সংখ্যক গ্রাহক থাকার কারণেই বারবার সাইবার প্রতারকদের নিশানায় থাকে এই মেসেজিং প্ল্যাটফর্ম। নতুন নতুন উপায়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার ফন্দি-ফিকির নিয়ে হাজির হয় জালিয়াতরা। সম্প্রতি নতুন উপায়ে ফের একবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিশানা করা হচ্ছে। সন্তান সেজে ভুয়ো অ্যাকাউন্ট থেকে মেসেজ করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হচ্ছে। কী ভাবে চলছে এই প্রতারণা?
EiSamay.Com Whatsapp hi mum scam can steal money from your bank account
হোয়াটসঅ্যাপে নয়া ফাঁদ প্রতারকদের


সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে পরিবারের সদস্য সেজে ভুয়ো অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা। বিগত 3 মাসে এই জালিয়াতর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। প্রায় 57 কোটি টাকা অ্যাকাউন্ট থেকে খুইয়েছেন WhatsApp ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন ফন্দি


কী ভাবে চলছে Hi Mum স্ক্যাম?
হোয়াটসঅ্যাপে পরিবারের সদস্য সেজে স্ক্যামাররা মেসেজ পাঠায়। সেখানে নিজের ফোন হারিয়ে ফেলেছে বলে দাবি করা হয়। একবার বিশ্বাস অর্জন করা হয়ে গেলে আর্থিক সাহায্য চাওয়া শুরু হয়। পরিবারের সদস্য অথবা বন্ধু বিপদে পড়েছে ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু আসলে প্রতারকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন।
WhatsApp Accidental Delete: ভুল হোয়াটসঅ্যাপ গ্রুপে গোপন মেসেজ পাঠালেও সাত খুন মাফ! নয়া ফিচারে নেই লোকলজ্জার ভয়
যদিও ভারতে এখনও এই ধরনের প্রতারণার কোনও খবর সামনে আসেনি। মেসেজের মাধ্যমে প্রিয়জনকে টাকা পাঠানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে বিপদের কথা জানতে পেরে দ্রুত টাকা না পাঠিয়ে সব সময় ফোনের অপর প্রান্তের মানুষটির পরিচয় যাচাই করে নিন।
WhatsApp Avatar: ইমোজি অতীত! হোয়াটসঅ্যাপে এল নয়া ফিচার, চ্যাটিং হবে আরও মজাদার
হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনও মেসেজিং অ্যাপ ব্যবহার করে টাকা চাওয়া হলে ভিডিয়ো কলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে নিতে পারেন। ভিডিয়ো কল সম্ভব না হলে অন্তত ভয়েস কলের মাধ্যমে কথা বলে নিন। টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম যাচাই করে নিন। সঠিক অ্যাকাউন্টেই টাকা পাঠান।
WhatsApp New Feature: পুরনো মেসেজ মুহূর্তে খুঁড়ে বের করবে হোয়াটসঅ্যাপ, হাজির কাজের ফিচার!
মূলত ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্রোফাইল থেকে প্রিয়জনদের তথ্য সংগ্রহ করে জালিয়াতরা। তাই অনলাইনে এই ধরনের স্ক্যাম থেকে বাঁচতে সোশ্যাল প্ল্যাটফর্মের প্রোফাইলগুলি প্রাইভেট রাখুন। এছাড়াও অচেনা ওয়েবসাইটে নিজের ফোন নম্বর দেবেন না। যে কোনও ধরনের OTP কারও সঙ্গে শেয়ার করবেন না। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট, ডেবিট কার্ড নম্বর, PIN ও CVV কাউকে জানাবেন না।

মোবাইল, গেমস, ল্যাপটপ, স্মার্টওয়াচ সহ প্রযুক্তি দুনিয়ার সব খবর জানতে চোখ রাখুন এই সময় ডিজিটালের টেক-এর পাতায়
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর