অ্যাপশহর

WhatsApp-র নতুন সিকিউরিটি ফিচার যে ৬ কারণে ব্যবহার না করাই ভালো

অ্যাপ্লিকেশন ব্যবহার করার আগে আপনি যদি পাসকোডটি দিয়ে আপনার ফোননম্বরগুলি যাচাই না করেন, তাহলে ৩০দিন পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

EiSamay.Com 11 Feb 2017, 6:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আপনার হোয়াটসঅ্যাপ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য আপনি কী করেন? মোবাইলের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপটি সিকিওর করতে ২টি ধাপ টপকালেই আপনার অ্যাপটি সুরক্ষিত হয়ে যায়। হোয়াটসঅ্যাপ সিকিউরিটি ফিচারের জন্য আপনার অ্যাকাউন্টে ৬ সংখ্যা বিশিষ্ট একটি পাসকোড আসবে। সেই কোডটি অন্য কেউ ব্যবহার করেনি আগে এমন কোডই আসে। সেই পাসকোডটি আপনি স্মার্টফোনে ব্যবহার করলেই আপনার অ্যাপটি সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু এমনটা করবেন না। তাতে আপনি যে যে সমস্যার মুখোমুখি হবেন সেগুলি নীচে দেওয়া হল...
EiSamay.Com whatsapp
WhatsApp-র নতুন সিকিউরিটি ফিচার যে ৬ কারণে ব্যবহার না করাই ভালো


১. নতুন সিকিউরিটি ফিচার সক্রিয় করতে সকলেই উদ্ধত থাকেন। সক্তিয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপটি আস্তে আস্তে নিস্ক্রিয় হতে থাকবে। ৭দিনের জন্য হোয়াটসঅ্যাপটি বিপদ সঙ্কেত দিয়ে হারিয়েও যেতে পারে।

২. আপনার অ্যাকাউন্টের সঙ্গে যদি ইমেলের যোগ থাকলে, অ্যাকউন্টটির অ্যাডড্রেস জানতে চাইবে। আপনি সেখান থেকে ৬ সংখ্যার নম্বরটি নিয়ে সাইন অফ করে দিলেন। এবং নম্বরটি ভুলেও গেলেন। এরপর যখনই আপনি হোটাসঅ্যাপ খুললেন, দেখলেন, আপনাকে বারবার ব্যাকআপের জন্য ইমেল অ্যাডড্রেস যাচাই করবে। যদি সেটা না করেন, তাহলে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ কনট্যাক্টগুলি ৭দিনের মধ্যে হারিয়ে যেতে পারে। অর্থাত্‍ সাতদিনের জন্য আপনি হোয়াটসঅ্যাপে কাজই করতে পারবেন না।

৩. অ্যাপ্লিকেশন ব্যবহার করার আগে আপনি যদি পাসকোডটি দিয়ে আপনার ফোননম্বরগুলি যাচাই না করেন, তাহলে ৩০দিন পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৪. অন্যদিক থেকে আপনি যদি যাচাই করতে সক্ষম হন, তাহলে নিজে থেকেই একটি নতুন অ্াকাউন্ট খুলে যাবে। এবং সেটাও বেশ বিপদজনক। কেননা, আগের অ্যাকাউন্ট থেকে যাবতীয় চ্যাট ডিলিট হয়ে যাবে। এছাড়া আপনি এমনটা আশঙ্কা করলে, ব্যাকআপ নিয়ে রাখতে পারেন।

৫. প্রতিদিন যদি ইন্টারনেট অন থাকে, তাহলে আপনি অবশ্যই জানবেন annoying pop-ups কীভাবে হয়। সঙ্গে যদি দু-ধাপের ভেরিফিকেশন যুক্ত করেন, তাহলে হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনাকে একটা সমঝোতার মধ্যে আসতে হতে পারে।

৬. এছাড়া আপনার ফোনে অতিরিক্ত প্রোমোশনাল মেসেজে ইনবক্স ভর্তি হয়ে যেতে পারে। এনং সেগুলি কিছুতেই এড়ানো যাবে না।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল