অ্যাপশহর

ঝড়ের গতিতে ছড়াচ্ছে Whatsapp ম্যালওয়ার! কী করতে হবে? জানালেন CEO

​বর্তমানে Whatsapp এর ব্যবহারকারীর সংস্থা বিশ্বব্যাপী প্রায় কয়েক কোটি । এর ফলে প্রতারকরা খুব সহজেই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রতারণা করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থার তরফে এবিষয়ে সতর্ক করা হচ্ছে। এবার অবশেষে সংস্থার CEO-র তরফে সতর্ক করা হয়েছে।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 13 Jul 2022, 1:30 pm
Whatsapp নিয়ে এবার সতর্ক করলেন সংস্থার CEO Will Cathcart। সম্প্রতি এই সংক্রান্ত একটি টুইট করেন তিনি। সেখানে ব্যবহারকারীদের কাছে আর্জি করেছেন, বর্তমানে Whatsapp-এর মতোই দেখতে এমন কয়েকটি নকল Whatsapp লঞ্চ করেছে। সেগুলি যেন কোনওভাবেই কেউ কনা ইনস্টল করেন। এর ফলে বড়সড় সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
EiSamay.Com Whatsapp


বর্তমানে Whatsapp এর ব্যবহারকারীর সংস্থা বিশ্বব্যাপী প্রায় কয়েক কোটি । এর ফলে প্রতারকরা খুব সহজেই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রতারণা করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থার তরফে এবিষয়ে সতর্ক করা হচ্ছে। এবার অবশেষে সংস্থার CEO-র তরফে সতর্ক করা হয়েছে।

কেন সতর্ক করা হয়েছে?
Whatsapp-এর তরফে দীর্ঘদিন ধরে একটি বিষয় নিয়ে কাজ করছে তাদের সিকিউরিটি রিসার্চ টিম। এবং তারা জানতে পেরেছে, "Hey Whatsapp" নামে একটি ম্যালওয়ার ছড়িয়ে পড়ছে। HeyMods নামে এক ডেভেলপার এই অ্যাপটি তৈরি করেছে। দেখতে সম্পূর্ণ Whatsapp এর মতোই করা হয়েছে। অন্যদিকে Whatsapp এর থেকে আরও বেশি ফিচার্স পাওয়া যাবে বলে জানানো হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীদের। সেই অনুযায়ী স্মার্টফোন ব্যবহারকারীরা ওই অ্যাপ ইনস্টল করছেন। এবং তারপরেই বাড়ছে বিপদ।

অনেকে ইতিমধ্যে ওই অ্যাপ নিজের ফোনে ইনস্টল করেছেন। কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। এই অ্যাপে নেই কোন End to End Encryption ফিচার। ফলে ওই অ্যাপ ইনস্টল করলেই তথ্য চুরির সম্ভাবনা থাকছে। End to End Encryption সুবিধা থাকার ফলে যে কেউ আপনার চ্যাট পড়তে পারবে না। শুধু তাই নয়, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই কম।

Whatsapp-এর CEO টুইটারে কী লিখেছেন?
Whatsapp এর CEO Cathcart টুইটারে লিখেছেন "আমরা সবসময় চেষ্টা করছি এই ধরনের অ্যাপগুলি যত দ্রুত ব্লক করার। আমরা এর সঙ্গে HeyMods ডেভেলপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। কারণ ভবিষ্যতে যদি এই ধরনের ক্ষতিকারক কোনও অ্যাপ না তৈরি করে সেবিষয়েও আমরা নজরদারি করব। Heymods এর মতো আর কোনও অ্যাপ রয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।"

যদিও এই ফেক Whatsapp ভার্সনটি PlayStore এ দেখা যায়নি। বিভিন্ন থার্ডপার্টি স্টোর থেকে ওই অ্যাপটি ডাউনলোড করেছেন অনেকেই। সেকারণে Whatsapp এর তরফে জানানো হয়েছে অফিসিয়াল স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত।

Read More- একের পর এক ফিচার্সে Apple-কে টক্কর! লঞ্চ হচ্ছে Nothing Phone (1)
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল