অ্যাপশহর

Vivo Y56 5G: সস্তা দামে দুর্দান্ত প্রসেসর, আরও বেশি স্টোরেজ; 'মনস্টার 5G' ফোন এনে চমকে দিল Vivo

দামের দিক থেকে মধ্যবিত্তের মন জিততে পারল কি Vivo Y56 5G? জেনে নিন বিস্তারিত

Produced bySohini Das | EiSamay.Com 20 Feb 2023, 12:52 pm
গোড়া থেকেই একগুচ্ছ স্মার্টফোনের সম্ভার নিয়ে হাজির হয়েছিল 2023। একের পর এক দুর্দান্ত সব ফিচাকরপ্যাকড ফোন নিয়ে হাজির হয়েছে বিভিন্ন সংস্থা। পিছিয়ে নেই ভিভোও। এবার চিনা সংস্থাটি হাজির হল তাদের ওয়াই সিরিজের নতুন মডেল নিয়ে। ইতিমধ্যেই 5G বিশ্বে ঢুকে পড়েছি আমরা। দেশের বহু শহরেই পৌঁছে গিয়েছে দ্রুততম এই নেটওয়ার্ক। যেখানে যেখানে বাকি রয়েছে, সেখানেও খুব দ্রুত পৌঁছে যাবে 5G পরিষেবা, এমন লক্ষ্যমাত্রা নিয়েই নেমেছে ভারতী এয়ারটেল ও জিও। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন বছর বাজারে এনেছে একাধিক 5G ফোন। ভিভোর এই নয়া ওয়াই সিরিজও ভারতে এনেছে আরও এক দুর্ধর্ষ 5G মোবাইল। যেখানে রয়েছে ওয়াটার ড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা, দুর্ধর্ষ রিয়ার ক্যামেরা সেন্সরের মতো একগুচ্ছ ফিচার। সব মিলিয়ে ভিভোর এই নয়া ওয়াই56 ফোনটিকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। ইতিমধ্যেই দেশে লঞ্চ হয়ে গিয়েছে ফোনটি। শুরু হয়েছে সেলও। ভিভোর কথায় মনস্টার 5G ফোন এটি। তা ফিচারের সঙ্গে সঙ্গে দামেও কি মধ্যবিত্তদের পকেট ছুঁতে পারল ভিভোর এই নয়া মডেল? আসুন, জেনে নেওয়া যাক বিস্তারিত।
EiSamay.Com vivo y56 5g launched in india know specification and price in detail
Vivo Y56 5G: সস্তা দামে দুর্দান্ত প্রসেসর, আরও বেশি স্টোরেজ; 'মনস্টার 5G' ফোন এনে চমকে দিল Vivo


ভিভো Y56 5G: লুক ও ডিসপ্লে

মোট দুটি রঙের ভেরিয়েশনে মিলছে ভিভোর এই নতুন মডেলটি। একটি ব্ল্যাক ইঞ্জিন ও দ্বিতীয়টি অরেঞ্জ শিমার। আল্ট্রা স্লিম বডি ফোনটিকে করে তুলেছে একইসঙ্গে আরও ফ্যাশনেবল ও হ্যান্ডি। তার সঙ্গে ফ্রস্টেড এজি ব্যাক কভারটি স্ক্র্যাচেস ও ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টেন্স করেই তৈরি করা হয়েছে। 6.58 ইঞ্চির ফুল এইচ ডি প্লাস ইনসেল ডিসপ্লে রয়েছে মডেলটিতে। তার সঙ্গে পাবেন 2408x1080 রেজোলিউশনের সঙ্গে হাই কালার স্যাচুরেশন সাপোর্ট। এর পাশাপাশি আই প্রোটেকশন মোডও সাপোর্ট করবে মডিলটিতে।

ভিভো Y56 5G: প্রসেসর ও স্টোরেজ

মিডিয়াটেক ডাইমেনসিটি 700 এসওসি প্রসেসরের সঙ্গে এসেছে ফোনটি। তার সঙ্গে রয়েছে। যেখানে ডাউনলোড স্পিড মিলবে অন্তত সাত গুণ বেশি। একটিই মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে মিলছে ফোনটি। থাকছে 8GB ব়্যাম, যা ভিতর থেকে আরও 4GB পর্যন্ত বাড়ানো যাবে। তার সঙ্গে পেয়ে যাবেন 128GB ইন্টারনাল মেমরি। যা এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। অ্যান্ড্রয়েড 13-এর উপর কাজ করবে ভিভোর নিজস্ব ফানটাচ অপারেটিং সিস্টেম স্কিন।

ভিভো Y56 5G: ক্যামেরা

ডুয়াল ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে ভিভোর এই নতুন ওয়াই সিরিজের ফোনটি। যেখানে গ্রাহক পাবেন 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। যা আসছে f/2.4 অ্যাপারচারের সঙ্গে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল সেন্সর তো রয়েইছে ফ্রন্ট প্যানেলে। তার সঙ্গেই মিলবে ফটো, নাইট, পোর্ট্রেট, ভিডিও, প্যানোরামার মতো একগুচ্ছ মোড।

ভিভো Y56 5G: ব্যাটারি

যে কোনও 5G মোবাইলে যেমন স্ট্যান্ডার্ড 5000mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকে, ব্যতিক্রম নয় এই মডেলটিও। তার সঙ্গে পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভোর Y56 মডেলটিতে 4G এবং 5G- দুধরনের নেটওয়ার্কই সাপোর্ট করবে। তার সঙ্গে রয়েছে ডুয়াল সিম, ব্লুটুথ 5.1 কানেক্টিভিটি, জিপিএসও। তার সঙ্গে মিলবে 3.5mm অডিও জ্যাক ও ফিঙ্গারপ্রিন্ট রিডারও।

ভিভো Y56 5G: দাম

ফিচারের দিক থেকে তো ঝাঁ চকচকে ভিভোর এই নতুন ওয়াই সিরিজের মডেলটি। তবে দামের দিক থেকে তা মধ্যবিত্তের মন জয় করতে পারল কি? আর সেই প্রশ্নের উত্তর হল আলবাত পেরেছে। কার্যত বেশ সস্তা দামেই দুর্ধর্ষ আপডেটেড সব ফিচারের সঙ্গে এসেছে ফোনটি। একটিই মাত্র স্টোরেজ ভেরিয়েশনে মিলছে ফোনটি। আর 8GB+ 128GB- এই মডেলটির দাম থাকছে 19,999 টাকা। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে ফোনটি। ভিভোর অফিশিয়াল সাইটে তো বটেই, পাশাপাশি ই-কমার্স সাইটগুলি থেকেও অর্ডার করা যাবে ফোনটি। মিলবে রিটেল সাইটেও।

সব ছবি সৌজন্যে: vivo.com

লেখকের সম্পর্কে জানুন
Sohini Das
Sohini Das is a Tech & Gadgets Digital Content Specialist for EiSamay.Com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর