অ্যাপশহর

Vi-এর 699 টাকার পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা, ব্যাপক সুবিধা!

Vi 699 Postpaid Plan Details: ভোডাফোন আইডিয়ার পোস্টপেইড প্ল্যানে চমৎকার কিছু অফার্স থাকে। তবে, এই মুহূর্তে সবথেকে সেরা প্ল্যানটি হল 699 টাকার পোস্টপেইড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ডেটা অফার করা হয়।

Lipi 21 Jun 2021, 9:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আনলিমিটেড ডেটার অ্যাড-অন বান্ডল নিয়ে এল Vi (Vodafone India)। আপাতত নির্বাচিত গ্রাহকরা এই অ্যাড-অন প্ল্যান ব্যবহার করতে পারবেন। 699 টাকা থেকে এই প্যাকের দাম শুরু হচ্ছে। 6 মাসের জন্য ভ্যালিড থাকবে এই পোস্টপেইড প্ল্যান। অর্থাৎ, আনলিমিটেড ডেটা ব্যবহার করতে ইউজারদের প্রতি মাসে 117 টাকা খরচ হবে। RED X ও 699 টাকা মাসিক রেন্টালের প্ল্যান বাদ দিয়ে, প্রা সব প্ল্যানের সঙ্গেই Vi পোস্টপেইড গ্রাহকেরা এই অ্যাড-অন ডেটা প্যাক ব্যবহার করতে পারবেন।
EiSamay.Com Vi Postpaid Plans


এই মুহূর্তে 399 টাকা থেকে Vi-এর মাসিক পোস্টপেইড প্ল্যান শুরু হচ্ছে। এই প্ল্যানে ইউজারদের আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলের সঙ্গেই 40GB ডেটা অফার করা হয়। সেই সঙ্গেই আবার রয়েছে Vi Movies & TV স্ট্রিমিংয়ের সুবিধা। এছাড়াও, 499 টাকা প্ল্যানে ইউজারেরা প্রতি মাসে 75GB ডেটা উপভোগ করতে পারবেন।

অফারের এখানেই শেষ নয়। পাশাপাশিই আবার থাকছে, দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের অফার। ওটিটি অফারের দিক থেকে রয়েছে Amazon Prime ও Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন। এছাড়াও, 699 টাকা ও 1099 টাকা RED X প্ল্যানে ইতিমধ্যেই আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা উপলব্ধ। RED X প্ল্যানের সঙ্গে আবার যোগ হবে অতিরিক্ত Netflix সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: Airtel নিয়ে এল 456 টাকার চমৎকার প্ল্যান, আনলিমিটেড ডেটা

যদিও Jio-র থেকে Vi-এর পোস্টপেইড প্ল্যানের দাম অনেকটাই বেশি। 199 টাকা থেকে পোস্টপেইড প্ল্যান শুরু হচ্ছে Jio-র। এই প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গেই মাসে 25GB ডেটা ব্যবহার করা যাবে। অন্যদিকে, 399 টাকার প্ল্যানে 75GB ডেটা অফার করা হয় গ্রাহকদের। এছাড়াও, 599 টাকার পোস্টপেইড প্ল্যানে 100GB ডেটা, 799 টাকার প্ল্যানে 150GB ডেটা, 999 টাকা প্ল্যানে 200GB ডেটা এবং 1499 টাকা প্ল্যানে গ্রাহকদের 300GB ডেটা অফার করে Reliance Jio।

আরও পড়ুন: রোজ যত খুশি ডেটা! ফের সস্তার 5 রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Reliance Jio

এই সব অফারের সঙ্গেই আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলেরও সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির টেলকো। 199 টাকার প্ল্যান ছাড়া প্রায় সব প্ল্যানের সঙ্গেই রয়েছে Netflix, Amazon Prime Video ও Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর