অ্যাপশহর

Airtel, Jio-কে ছাপিয়ে ভারতে দ্রুততম 4G নেটওয়ার্কে সবার প্রথম Vi!

তবে ফাস্টেস্ট নেটওয়ার্কের দৌড় থেকে Jio ছিটকে গেলেও, ভারতে 4G কানেকশনের উপলব্ধতার ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে মুকেশ আম্বানির সংস্থা।

EiSamay.Com 30 Oct 2020, 7:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 4G নেটওয়ার্কে সেরার সেরা হিসেবে উঠে এল ভারত। 2020 সালের তৃতীয় কোয়ার্টার অবধি গোটা দক্ষিণ এশিয়ায় 4G স্পিডের নিরিখে দ্বিতীয় স্থান দখল করল ভারত। নেটওয়ার্ক অ্যানালিস্ট ফার্ম Ookla-র রিপোর্টে বলা হচ্ছে যে, Vi অর্থাৎ আগে যা Vodafone Idea নামে পরিচিত ছিল, তারাই ভারতের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক। তবে ফাস্টেস্ট নেটওয়ার্কের দৌড় থেকে Jio ছিটকে গেলেও, ভারতে 4G কানেকশনের উপলব্ধতার ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে মুকেশ আম্বানির সংস্থা।
EiSamay.Com Vi Fastest Mobile Network In India


Ookla-র এই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, Vi-এর ডাউনলোড স্পিড 13.74 Mbps এবং আপলোড স্পিড 6.19 Mbps। আর এই স্পিডের কারণেই সবার প্রথমে রয়েছে Vi। ফাস্টেস্ট নেটওয়ার্কে দ্বিতীয় স্থানে আবার রয়েছে Airtel। এই টেলিকম সংস্থার ডাউনলোড স্পিড 13.58 Mbps এবং আপলোড স্পিড 4.15 Mbps। অন্য দিকে 9.71 Mbps ডাউনলোড স্পিড এবং 3.41 Mbps আপলোড স্পিড নিয়ে ভারতে দ্রুততম নেটওয়ার্কের দৌড়ে তৃতীয় স্থানটি দখল করে নিয়েছে Reliance Jio।

তবে ডাউনলোড এবং আপলোড স্পিডের ক্ষেত্রে পিছিয়ে পড়লেও 4G নেটওয়ার্কের উপলব্ধতার দিক থেকে কিন্তু সবাইকে পিছনে ফেলে দিয়েছে Jio। সারা ভারতে 4G নেটওয়ার্কের প্রসার ছুঁয়েছে 93.7 শতাংশে, যে অঙ্কটা দক্ষিণ এশিয়ার আর কোনও দেশ দেখাতে পারেনি। দক্ষিণ এশিয়ায় এই 4G নেটওয়ার্কের ব্যপ্তির ক্ষেত্রে প্রথমে রয়েছে ভারত। তার কারণ মুকেশ আম্বানির সংস্থার দেশজুড়ে 4G নেটওয়ার্কের বিপুল প্রসার। 4G নেটওয়ার্কের প্রসারে দক্ষিণ এশিয়ায়, ভারতের পরেই রয়েছে বাংলাদেশ (78.6%) আর তারপরে পাকিস্তান (72.9%)।

অন্য দিকে ভারতে Vi, Airtel-এর 4G নেটওয়ার্কের প্রসারের থেকে প্রায় অনেকখানিই এগিয়ে রয়েছে Reliance Jio। ভারতে এই তিন টেলিকম সংস্থার 4G ব্যপ্তির পরিসংখ্যান যথাক্রমে Jio (99.7%), Airtel (98.7%), এবং Vi (91.1%)।

আরও পড়ুন: লক্ষ্য 2G মুক্ত ভারত, পছন্দসই 4G স্মার্টফোন কিনতে গ্রাহকদের লোন দেবে Airtel!

এদিকে আবার 4G স্পিডের নিরিখে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। পাকিস্তান রয়েছে সবার প্রথমে, যাদের ডাউনলোড স্পিড 51.3% দ্রুত। বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। অন্য দিকে মোবাইল ডেটার স্পিডের ক্ষেত্রেও পরিসংখ্যান কিছুটা একই। 39.7% দ্রুত মোবাইল ডাউনলোড স্পিড নিয়ে সবার প্রথমে পাকিস্তান। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে বাংলাদেশ।

আরও পড়ুন: ৩ মাসে ₹৭,২১৮ কোটি লোকসান, গ্রাহক হ্রাস! নাম বদলেও সংকট মুক্ত নয় Vi

Ookla-র সেই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, ভারতে কোন কোন শহর মোবাইল ডেটা স্পিডে এগিয়ে রয়েছে। তৃতীয় কোয়ার্টারে মূলত ভারতের ১৫টি শহরের নাম উঠে এসেছে, যেগুলি এ দেশে মোবাইল ডেটা স্পিডে অন্যদের টেক্কা দিচ্ছে। প্রথমেই রয়েছে হায়দরাবাদ (14.35), তারপর মুম্বই (13.55), বিশাখাপত্তনম (13.40), চেন্নাই (13.27), কলকাতা (13.08), দিল্লি (13.04), ইন্দোর (12.67), সুরাট (12.45), বেঙ্গালুরু (12.11), জয়পুর (12.06), অহমদাবাদ (11.81), পুণে (10.93), নাগপুর (10.44), কানপুর (9.45) এবং সবার শেষে লখনউ (8.67)।

এই সময় ডিজিটালের টেক সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল