অ্যাপশহর

এবার ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করবে Twitter, 'টিপস' হিসেবে ক্রিয়েটরদের বিটকয়েন!

Twitter Tip Jar Cryptocurrency Support: টুইটারে সাড়া জাগানো পোস্ট করতে পারলেই টিপ জার ফিচারের মাধ্যমে ক্রিয়েটরকে টিপস দেওয়া যায়। এবার সেই টিপ জার ফিচারেই যুক্ত হতে চলেছে ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন এবং ইথেরিয়াম ব্যবহার করে টিপ নেওয়া যাবে।

Lipi 6 Sep 2021, 1:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টুইটারের টিপ জার ফিচার সম্পর্কে অল্পবিস্তর প্রত্যেকেই অবগত। আদতে এই ফিচার কিন্তু অর্থ উপর্জনের অত্যাধুনিক উপায়। এবার Twitter এর সেই টিপ জারের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি নেওয়া হবে। সম্প্রতি, রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজি এই তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছেন। এই ফিচার লঞ্চ হলে কেমন দেখতে হবে, তার একটি স্ক্রিনশটও দেখিয়েছেন তিনি। পরে Twitter এর প্রডাক্ট বিভাগের প্রধান কেভন বেয়াকপুর এই আলেসান্দ্রো পালুজির পোস্ট রিটুইট করে জানিয়েছেন যে, খুব শিগগিরই এই ফিচার পৌঁছে যাবে Twitter-এ।
EiSamay.Com Twitter Tip Jar Cryptocurrency Support


আলেসান্দ্রো পালুজির প্রকাশ করা স্ক্রিনশটে দেখা দিয়েছে, Twitter এর টিপ জার বিটকয়েন পেমেন্টের জন্য লাইটনিং নেটওয়ার্ক ব্যবহার করা হবে। আবার, অন্য একটি স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, এই ফিচার ব্যবহার করে করে বিটকয়েন ও ইথেরিয়াম ব্যবহার করে টিপ নেওয়া যাবে।

এছাড়াও, স্ক্রিনশটে দেখা গিয়েছে, Twitter বিটকয়েন পেমেন্টের জন্য Strike ব্যবহার করছে। এই Strike আসলে একটি পেমেন্ট অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বিটকয়েন ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী পেমেন্ট করা সম্ভব। এমনকী, বিটকয়েন বিক্রি করার জন্যও এই অ্যাপ ব্যবহার করা সম্ভব।

বাছাই করা কিছু Samsung ফোনেই কেন WhatsApp চ্যাট ট্রান্সফার? জানুন
মে মাসে Twitter-এ টিপ জার ফিচারটি যুক্ত হয়েছিল। লঞ্চের সময় Twitter এর তরফ থেকে জানানো হয়েছিল, সীমিত সংখ্যক গ্রাহকের জন্য এই ফিচার শুরু হচ্ছে। নির্বাচিত গ্রাহকরা নিজের প্রোফাইলে এই ফিচার ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে নির্বাচিত ক্রিয়েটর, সাংবাদিক, বিশেষজ্ঞদের প্রোফাইলে এই ফিচার রয়েছে। Twitter এর পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই আরও বেশি গ্রাহকের প্রোফাইলে এই ফিচার যোগ করা হবে।

নতুন এই ফিচারে Twitter থেকে ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে রোজগারের নতুন পথ খুঁজে পাবেন। এছাড়াও, বর্তমান দুনিয়ায় ক্রিপ্টোকারেন্সি কতটা প্রাসঙ্গিক, তা ফের প্রমাণ করল Twitter এর এই সিদ্ধান্ত। সম্প্রতি ,1 বিটকয়েনের দাম 50,000 মার্কিন ডলার ছাড়িয়েছে। অন্যদিকে ইথেরিয়ামের দাম 3900 মার্কিন ডলারের উপরে গিয়েছে।

Telegram এর দুর্দান্ত এই 5 ফিচার্সের অপেক্ষায় WhatsApp ব্যবহারকারীরা!
জুন মাসে ভারতে টিপজারের মাধ্যমে পেমেন্টের জন্য রেজরপে গেটওয়ে ব্যবহার করা হয়েছিল। Twitter এর তরফ থেকে তখন জানানো হয়েছিল, ভারতে ইংরেজি ছাড়াও একাধিক প্রাদেশিক ভাষায় টিপ জার ব্যবহার করা যাবে। তার মধ্যেই রয়েছে বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, মরাঠি এবং তামিল।

একবার আপনার প্রোফাইলে টিপ জার সেট আপ হয়ে গেলে, অন্যান্য Twitter গ্রাহকরা আপনাকে এই ফিচারের মাধ্যমে আর্থিক সাহায্য করতে পারবেন। সম্প্রতি, সেখানে রেজরপে যুক্ত হওয়ায় ক্রেডিট, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ছাড়াও UPI এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল