অ্যাপশহর

ফেসবুককে ট্যুইটার সিইও-র কটাক্ষ!

ফেসবুক সংস্থার লোগো এবং ফেসবুক অ্যাপ-এর লোগো আগে একই ছিল অর্থাত্‍ Facebook। কিন্তু বর্তমানে এই সংস্থার অধীনে চলে এসেছে WhatsApp এবং Instagram-এর মতো অ্যাপ।

EiSamay.Com 6 Nov 2019, 12:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতেই ফেসবুক তাদের নতুন লোগো লঞ্চ করেছে।ফেসবুক অ্যাপ-এর সঙ্গে ফেসবুক সংস্থার পার্থক্য দেখাতেই All-Caps লোগো সামনে আনল এই সংস্থা। আর এই নিয়ে ফেসবুককে কটাক্ষ করতে ছাড়লেন না Twitter-এর সিইও জ্যাক ডরসে। ট্যুইটে লিখলেন, ‘Twitter from TWITTER’। তবে শুধু ডরসে একাই নন, আচমকা লোগো-এ এমন পরিবর্তন করায় সাধারণ মানুষও ট্যুইট করে তাঁদের বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন।
EiSamay.Com Twitter CEO Jack Dorsey mocks Facebook for it’s new all-Caps logo to differentiate it from the app
ট্যুইটার সিইও-র কটাক্ষ!



যাঁরা এখনও ঠিক ঠাওর করতে পারছেন না, তাঁদের খানিক স্পষ্ট করে দেওয়া যাক গোটা বিষয়টি।

ফেসবুক সংস্থার লোগো এবং ফেসবুক অ্যাপ-এর লোগো আগে একই ছিল অর্থাত্‍ Facebook। কিন্তু বর্তমানে এই সংস্থার অধীনে চলে এসেছে WhatsApp এবং Instagram-এর মতো অ্যাপ। তাই সংস্থার তরফে মনে করা হয়েছিল, অ্যাপের থেকে সংস্থার লোগো আলাদা হওয়া প্রয়োজন। আর ঠিক সেই কারণেই ফেসবুক সংস্থার নতুন লোগো হয় FACEBOOK। WhatsApp-এর ক্ষেত্রে ফেসবুকের লোগো লেখা হবে সবুজ রঙে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে তা হবে গোলাপি ও কমলা রঙের।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল