অ্যাপশহর

চিনা CamScanner-এর সেরা বিকল্প কী? খোঁজ ডকুমেন্ট স্ক্যানার অ্যাপের...জানুন!

কী কী হতে পারে ক্যামস্ক্যানার (CamScanner)-এর বিকল্প অ্যাপ্লিকেশন? বিকল্প খুঁজতে আরও একাধিক স্ক্যানিং অ্যাপ ঘেঁটে তথ্য খুঁজে এনেছি আমরা।

EiSamay.Com 2 Jul 2020, 1:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চিনের (China) সঙ্গে চাপানউতোরের মধ্যেই বড় ঘোষণা করেছে ভারত সরকার। চলতি সপ্তাহেই ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ (Banned Chinese Apps) ঘোষণা করেছে মোদী সরকার। অর্থাৎ এই অ্যাপ বা এই সংস্থাগুলিকে ভারতে (India) আর ব্যবসা করতে দেওয়া হবে না। আর এই অ্যাপগুলির মধ্যেই রয়েছে জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ ক্যামস্ক্যানার (CamScanner)। অত্যন্ত কার্যকরী এই মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে সরকারি মনোভাবের পর এবার বিকল্প খুঁজছেন ব্যবহারকারীরা। অতিদ্রুত ডকুমেন্টকে স্ক্যান করে PDF-সহ বিভিন্ন ফরম্যাটের ফাইলে পরিণত করতে সক্ষম ক্যামস্ক্যানার (CamScanner)। রাস্তায় হাঁটতে হাঁটতে বা অন্য কাজে ব্যস্ত থাকাকালীনও সামান্য কিছু ক্লিকেই স্ক্যানিং সম্ভব ছিল এই অ্যাপের মাধ্যমে। এর বিকল্প খুঁজতে আরও একাধিক স্ক্যানিং অ্যাপ ঘেঁটে তথ্য খুঁজে এনেছি আমরা। কী কী হতে পারে ক্যামস্ক্যানার (CamScanner)-এর বিকল্প অ্যাপ্লিকেশন? খোঁজ মিলবে টেক-Talk'এ।
EiSamay.Com top alternatives for chinese camscanner app in android
চিনা CamScanner-এর সেরা বিকল্প কী? খোঁজ ডকুমেন্ট স্ক্যানার অ্যাপের...জানুন!


অ্যাডোব স্ক্যান

ডকুমেন্ট ম্যানেজমেন্টের জন্য অতিপরিচিত ফ্রি অ্য়াপ্লিকেশন হল অ্যাডোব স্ক্যান (Adobe Scan)। এই অ্যাপে রয়েছে অপটিক্যাল ক্যারেকটার রেকগনিশন (Optical Character Recognition) এবং ডকুমেন্টস ক্লিনিং ফিচার্স (Cleaning up Documents)। যা এই মোবাইল অ্যাপকে অত্যন্ত কার্যকরী করে তুলেছে। এছাড়াও এতে রয়েছে বিশেষ সার্চ অপশন, যা অ্যাপে স্ক্যান হওয়া ডকুমেন্টের কোনও নির্দিষ্ট টেক্সট খুঁজতে ইউজারকে সাহায্য করে।

গুগল প্লে স্টোর থেকে Adobe Scan ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন।

মাইক্রোসফট অফিস লেন্স

মাইক্রোসফটের নিজস্ব অ্যান্ড্রয়েড ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ্লিকেশন হল- মাইক্রোসফট অফিস লেন্স (Microsoft Office Lens)। স্বাভাবিক ভাবেই মাইক্রোসফটের নিজস্ব অফিস (MS Office) সফটওয়ারকে সাপোর্ট করে এই অ্যাপ। অর্থাৎ, এই স্ক্যানিং অ্যাপের মাধ্যমে আপনি কোনও ডকুমেন্ট স্ক্যান করে বিভিন্ন MS Office অ্যাপ্লিকেশন, যেমন- Word, Excel, PowerPoint, OneNote ইত্যাদিতে সেভ (Save) করতে পারবেন। এই স্ক্যানার আপনাকে বিজনেস কার্ডও স্ক্যানিংয়ের সুযোগ দেয়।

Microsoft Office Lens ডাউনলোড করতে হলে ক্লিক করুন।

গুগল ড্রাইভ

অনেকদিন আগেই স্ক্যানিং ফিচার্স অ্যাড হয়েছে গুগল ড্রাইভে (Google Drive)। তবে আশ্চর্য ভাবেই অধিকাংশই এই সম্পর্কে জানেন না। বেসিক স্ক্যানিং ফিচার্স রয়েছে খোদ গুগলের এই অ্যাপ্লিকেশনে। অর্থাৎ শুধু স্ক্যানড ডকুমেন্টের সফট-কপি (Soft Copy) তৈরি করতে চাইলেই কাজে আসবে গুগল ড্রাইভ।

গুগল প্লে স্টোর থেকে Google Drive ডাউনলোড করতে ক্লিক করুন।

ভিফ্ল্যাট

আপনি যদি প্রাইভেসি-প্রিয় হন, তবে ভিফ্ল্যাট (vFlat) আপনার পছন্দ হবেই। ফ্রি এই অ্যাপটিতে কোনও বিজ্ঞাপন থাকে না। এবং এটি ইউজারের তথ্যও সংগ্রহ করে না। বই স্ক্যান করতে চাইলে এই অ্যাপ অত্যন্ত উপযোগী, তবে আমরা ডকুমেন্ট স্ক্যানিংয়েও ব্যবহার করেছি।

গুগল প্লে স্টোর থেকে vFlat ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন।

টার্বোস্ক্যান (TurboScan)

একসঙ্গে একাধিক ফিচার্স রয়েছে স্ক্যানিং অ্যাপ্লিকেশন টার্বোস্ক্যানের (TurboScan)। এজ ডিটেকশন, মাল্টি পেজ স্ক্যানিং, শার্পেনিং মোড এবং আরও অনেক ফিচার্সের জন্যই ক্যামস্ক্য়ানারের (CamScanner) ভালো বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই অ্য়ান্ড্রয়েড অ্য়াপের।

গুগল প্লে স্টোর থেকে TurboScan ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন।

স্ক্যানপ্রো (আগে স্ক্যানবট নামে পরিচিত ছিল)

ক্যামস্ক্যানারের (CamScanner) ভালো বিকল্প হতে পারে স্ক্যানপ্রো (ScanPro)। বিশেষত, আপনি যদি টেক্সট রেকগনিশন, অ্যানোটেশন বা সার্চের মতো ফিচার্স খুঁজে থাকেন। এছাড়াও ডকুমেন্টে ফিল্টার বা থিমও বসাতে পারবেন ইউজার।

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন।

পরের খবর