অ্যাপশহর

TOI অ্যাপে চালু হল নতুন 'পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট' পরিষেবা

ইউজারদের সুবিধার জন্য টাইমস অফ ইন্ডিয়া অ্যাপ-এ নতুন ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিষেবা চালু করল টাইমস ইন্টারনেট লিমিটেড।

EiSamay.Com 26 Oct 2017, 6:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইউজারদের তথ্য সরবরাহ, তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং তাঁদের সুবিধার জন্য টাইমস অফ ইন্ডিয়া অ্যাপ-এ নতুন ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিষেবা চালু করল টাইমস ইন্টারনেট লিমিটেড। ইউজার এনগেজমেন্টের ভিত্তিতে এই মুহূর্তে বাজারের ৫১% রয়েছে TIL-এর দখলে। নয়া পরিষেবাটি লঞ্চ করা হয়েছে দেশের অগ্রণী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও চ্যাটবট প্ল্যাটফর্ম Haptik-এর মাধ্যমে। এই পরিষেবার সাহায্যে Times of India Android News app মারফত রিমাইন্ডার সেট, মোবাইল রিচার্জ, ফ্লাইট বুকিং, ওয়েব চেক-ইন, টু-ডু লিস্ট তৈরির মতো বিবিধ কাজ করা যাবে। এই লঞ্চের এক্সক্লুসিভ ব্র্যান্ড পার্টনার হল Sprite।
EiSamay.Com toi
TOI অ্যাপে চালু হল নতুন 'পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট' পরিষেবা


নিউজ অ্যাপ-এ এই ধরনের পরিষেবা প্রথম। অ্যাপ ব্যবহারকারীরা ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিষেবার সাহায্যে ক্যাব বুকিং (Uber ও Ola) এবং ডিটিএইচ ও ইলেকট্রিক বিলও জমা দিতে পারবেন। ক্রেডিট ও ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ই-ওয়ালেট ব্যবহার করে এই সমস্ত ক্ষেত্রে পেমেন্ট করা যাবে। লঞ্চ পিরিয়ডে ইউজাররা রিচার্জ, বিল পেমেন্ট এবং অন্যান্য নানান ক্ষেত্রে Amazon Pay-তে ৫০% ক্যাশ ব্যাক সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।


পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট পরিষেবা পেতে হলে টাইমস অফ ইন্ডিা নিউজ অ্যাপ হোম স্ক্রিনের উপরে ডান দিকে হাত আইকনে ক্লিক করতে হবে। এর পর মোবাইল নম্বর ভ্যালিডেট করার পরে যে কোনও পরিষেবা বেছে ক্লিক করতে পারবেন। আগামী দিনে এই প্ল্যাটফর্মে আরও অনেক ফিচার পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

TOI অ্যাপের এই নয়া ফিচার সম্পর্কে বলতে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ার সিওও এবং বিজনেস হেড পুনীত গুপ্তা জানিয়েছেন, 'টাইমস অফ ইন্ডিয়া অ্যাপ-এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পরিষেবা চালু হওয়ায় আমরা উত্তেজিত। এই নতুন ফিচার ইউজারদের সংবাদ ও তথ্য সরবরাহের পাশাপাশি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিষেবার মাধ্যমে তাঁদের প্রিয় অ্যাপের কার্যকারিতা সম্পর্কে সন্তুষ্ট করবে।'

Haptik-এর প্রতিষ্ঠাতা ও সিইও আকৃত বৈশ বলেন, 'গত কয়েক বছরে কোটি কোটি ভারতীয় ইউজারের কাছে Haptik প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের লক্ষ্য, যে কোনও জায়গা থেকে যে কোনও ব্যক্তিকে যে কোনও অ্যাপের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া। কোনও নিউজ অ্যাপের সঙ্গে যুক্ত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার এবং TOI-এর গ্রাহকরা এই পরিষেবা পছন্দ করবেন বলে মনে করি।'

স্মার্টফোনে টাইমস অফ ইন্ডিয়া অ্যাপ ডাউনলোড করতে অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট-সহ লেটেস্ট ভার্সান আপগ্রেড করতে চাইলে ক্লিক করুন
https://play.google.com/store/apps/details?id=com.toi.reader.activities&hl=en
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল