অ্যাপশহর

V'Day-এর আগেই ব্লাইন্ড ডেট ফিচার চালু Tinder-এ! জানুন

পারফেক্ট ডেটিংয়ের জন্য এখন অনেকেই ভরসা রাখছেন টিন্ডারের উপর। প্রথমে নিজের পছন্দ অনুযায়ী কারোর সঙ্গে পরিচয় করা এবং তারপর দেখা হওয়ার পর্ব। ফলে নিজের মনের মানুষ খোঁজার জন্য এখন আধুনিক প্রজন্মের অনেকের পছন্দ Tinder। সম্প্রতি এই জনপ্রিয় অ্যাপের তরফে নতুন ফিচার অ্যাড করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ফাস্ট চ্যাট: ব্লাইন্ড ডেট (Fast Chat: Blind Date)।

EiSamay.Com 12 Feb 2022, 6:44 pm
ভ্যালেন্টাইন্স দিবসের ঠিক আগেই ব্লাইন্ড ডেট ফিচার নিয়ে হাজির সবচেয়ে জনপ্রিয় ডেটিং অ্যাপ Tinder। খুব সহজেই মনের মানুষকে খুঁজে পাবেন নতুন এই ফিচারে।
EiSamay.Com tinder


পারফেক্ট ডেটিংয়ের জন্য এখন অনেকেই ভরসা রাখছেন টিন্ডারের উপর। প্রথমে নিজের পছন্দ অনুযায়ী কারোর সঙ্গে পরিচয় করা এবং তারপর দেখা হওয়ার পর্ব। ফলে নিজের মনের মানুষ খোঁজার জন্য এখন আধুনিক প্রজন্মের অনেকের পছন্দ Tinder। সম্প্রতি এই জনপ্রিয় অ্যাপের তরফে নতুন ফিচার অ্যাড করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ফাস্ট চ্যাট: ব্লাইন্ড ডেট (Fast Chat: Blind Date)।

এই ফিচারটি ঠিক কী?
সম্পূর্ণ ব্লাইন্ড ডেট। অর্থাৎ একজন অপরজনের ছবি না দেখেই কথা বলতে হবে। এবং সম্পূর্ণ আলাপচারিতা সারতে হবে। অর্থাৎ ফার্স্ট ইম্প্রেশন হবে ব্যবহার।

Tinder এর লেটেস্ট সংযোজন এই ফিচারটি। এর আগে অবশ্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আরও বিভিন্ন ফিচার যোগ করেছে এই ডেটিং অ্যাপটি। আলাপচারিতা সম্পন্ন হওয়ার পর যদি একে অপরকে ম্যাচ করে তবেই একে অপরের ছবি দেখতে পারবে।

বিভিন্ন রিপোর্টে প্রকাশ, ব্লাইন্ড ডেটের মাধ্যমে ম্যাচিংয়ের সম্ভাবনা 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবিষয়ে Tinder এর প্রডাক্ট ইনোভেশনের ভাইস প্রেসিডেন্ট Kyle Miller বলেন, "ব্লাইন্ড ডেটের ক্ষেত্রে আলাদা উত্তেজনা কাজ করে। এবং এই ফিচার ব্যবহারকারীদের অন্য অভিজ্ঞতা দেবে।"


কীভাবে ব্লাইন্ড ডেটে অংশগ্রহণ করতে পারবেন?
  • 1) শুরুতেই ব্যবহারকারীদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে।
  • 2) এরপরেই অন্য জনের সঙ্গে চ্যাটে যুক্ত করে দেওয়া হবে তাঁকে। সেখানে অপর ব্যক্তি সম্পর্কে কিছু না জেনেই চ্যাট করবে উভয়েই। তবে নির্দিষ্ট সময়ের জন্যই চ্যাট করার সুযোগ থাকবে।
  • 3)সময় উত্তীর্ণ হওয়ার পর একে অপরকে ছবি দেখানো হবে। পছন্দ হলে তাঁরা ম্যাচ করতে পারেন। যদি ডিক্লায়েন করেন তাহলে তাঁদের অন্য ব্যবহারকারীর সঙ্গে চ্যাট করার সুযোগ দেওয়া হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমানে শুধুমাত্র আমেরিকার ব্যবহারকারীদের জন্যই এই ফিচারটি চালু করা হয়েছে। আগামী দিনে অবশ্য বিশ্বের সব গ্রাহকদের জন্য এই ফিচারটি চালু করা হবে।

Read More- প্রয়োজন নেই প্রফেশনালদের পরামর্শ, FB পোস্টের এনগেজমেন্ট বাড়ান এই পদ্ধতিতে
Read More- YouTube এর শুরু ডেটিং সাইট হিসেবেই! V'Day-র আগেই জানুন সেই ইতিহাস

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল