অ্যাপশহর

চলতি বছরেই এলিয়নদের সঙ্গে হবে যোগাযোগ! জানা গেল তারিখ...

স্বষোষিত টাইম ট্রাভেলার একজন টিকটকার।নিজের প্রোফাইলে তিনি দাবি করেছেন, চলতি বছরের অগাস্ট মাসে পৃথিবীতে এলিয়েন বা ভিনগ্রহীর সন্ধান পাওয়া যাবে। তিনি ঠিক কী বলেছেন জানুন...

EiSamay.Com 11 Jan 2022, 6:11 pm
নতুন বছরের শুরুতেই প্রতেকেই আশা করেছেন বিগত বছরগুলির তুলনায় এবছর তাঁদের প্রত্যেকের এবং প্রিয়জনদের জন্য খুবই ভালো হবে। কিন্তু একজন স্বষোষিত টাইম ট্রাভেলারের কথায় কপালে ভাঁজ পড়েছে অনেকে। সেই স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেছে, অগাস্টে কোনও একটি জীবন পরিবর্তনকারী (Life Changing) ঘটনা ঘটতে পারে।
EiSamay.Com alien new photo


এই স্বষোষিত টাইম ট্রাভেলার একজন টিকটকার।নিজের প্রোফাইলে তিনি দাবি করেছেন, চলতি বছরের অগাস্ট মাসে পৃথিবীতে এলিয়েন বা ভিনগ্রহীর সন্ধান পাওয়া যাবে।
ভারতেই রয়েছে ভিন গ্রহের প্রাণী! দেশে 'UFO দেখার’ ইতিহাস সম্পর্কে জানুন
ওই ব্যক্তি যে টিকটক প্রফাইল থেকে ভি়ডিয়োটি আপলোড করেছেন সেটি হল @pasttimetravel। ওই ভিডিয়োটি আপলোড করার সময় তিনি শুধু লিখেছেন, এই দিনগুলি মনে রাখুন। ("Remember these days...")

ওই ভিডিয়োর মাঝে লেখা রয়েছে, "আমাকে অনেকে ফেক টাইম ট্রাভেলার বলেছেন। কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি যে আমি তা নই। এই তিনটি ডেট মনে রাখুন। এবং আমি প্রমাণ করে দেব যে আমি আসল..."


এর সঙ্গে তিনি আরও লিখেছেন, "15 মার্চ 2022 একটি অগ্নুৎপাত এবং ছাইয়ের মেঘ গোটা বিশ্বের অর্ধেক অংশ ঘিরে ফেলবে। জুনের 28 তারিখ একটি বিমান হঠাৎ হারিয়ে যাবে এবং এক মাস পর ফিরে আসবে। কিন্তু ওই প্লেনের সব যাত্রীরা পুরো সময়টি 3 ঘণ্টা হিসেবে বুঝতে পারবেন। এবং চলতি বছরের 2 অগাস্ট আমরা আন্ডারগ্রাউন্ড সিভিলাইজেশন-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারব।"

ওই স্বঘোষিত টাইম ট্রাভেলারের নাম Aery Yormany। সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন, "অনেককিছু রয়েছে যেগুলি তোমাদের জানা বাকি।" Aery Yormany-ও দাবি করেছেন, "আমাকেও অনেকে ফেক টাইম ট্রাভেলার বলেছেন। অনেক দিন ধরে আমাকে এই কথা শুনতে হয়েছে। সুতরাং এই তিনটি গুরুত্বপূর্ণ দিন মনে রাখুন।"
নগ্ন শরীর, শঙ্কু আকৃতির মাথা! ক্যামেরায় ধরা পড়ল ভিনগ্রহীর ছবি
এরসঙ্গে আরও তিনটি গুরুত্বপূর্ণ দিনের কথা তিনি জানিয়েছেন। 11 মার্চ, 19 এপ্রিল এবং 17 সেপ্টেম্বর। তাঁর কথায় 11 মার্চ শিম্পাঞ্জির মতো দেখতে এক সন্তানের জন্ম দেবে কোনও একজন। যার মধ্যে শিম্পাঞ্জি এবং মানুষের মিলিত চরিত্র প্রকাশ পাবে। 19 এপ্রিল ওমেগা নামে আরও একটি কোভিড স্ট্রইন আসছে। যা বাকিগুলির থেকেও বেশি ক্ষতিকারক। এবং 17 সেপ্টেম্বর সমুদ্রে দানবাকৃতি এক প্রাণীর জন্ম হবে।

এই দাবিগুলির মধ্যে কোনটি ঠিক আর কোনটা শুধুই প্রচার তা সময়ই জবাব দেবে বলে জানিয়েছেন অনেকে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল