অ্যাপশহর

Excitel তিনটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির, ₹565 থেকে খরচ শুরু

Excitel New Stay At Home Bundle Data Plans: এই তিনটি প্ল্যানের ডেটা স্পিড যথাক্রমে 100Mbps, 200Mbps, এবং 300Mbps। ইউজারেরা এই প্ল্যানগুলি রিচার্জ করতে চাইলে, তাঁদের খরচ পড়বে, 565 টাকা, 638 টাকা এবং 752 টাকা।

EiSamay.Com 13 May 2021, 10:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভারতে তিনটি আকর্ষণীয় ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হল Excitel। এই তিনটি প্ল্যানে থাকছে ভিন্ন ভিন্ন ডেটা স্পিড - 100Mbps, 200Mbps, এবং 300Mbps।
EiSamay.Com Excitel


প্রথমে আসা যাক, 100Mbps প্ল্যানের প্রসঙ্গে। এই প্ল্যানের ভ্যালিডিটি তিন মাস এবং গ্রাহকদের 565 টাকা খরচ করতে হবে প্ল্যানটির জন্য। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই প্ল্যানে বাফার-ফ্রি স্ট্রিমিং অফার করছে কোম্পানি। তার ঠিক পরেই রয়েছে একটি 200Mbps প্ল্যান। এই প্ল্যানের জন্য ইউজারদের খরচ পড়বে 638 টাকা। এই প্ল্যানটিও তিন মাসের জন্য ভ্যালিড। কোম্পানির তরফে বলা হচ্ছে যে, ওয়ার্ক ফ্রম হোমে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য খুবই সুবিধার হবে এই প্ল্যান।

তৃতীয় এবং শেষ প্ল্যানটি হল, 300Mbps ডেটা স্পিডের প্ল্যান। এটিও তিন মাসের জন্য ভ্যালিড এবং ইউজারদের 752 টাকা খরচ করতে হবে এই প্ল্যানে। Excitel-এর এই তিনটি প্ল্যানই দেশের 35+ শহরে উপলব্ধ হবে। প্ল্যানগুলি রিচার্জ করতে গেলে ইউজারদের কাস্টোমার কেয়ারে ফোন করতে হবে এবং সেখানে বলতে হবে যে, ইতিমধ্যেই যে প্ল্যান রয়েছে, সেটি নতুন প্ল্যানে আপডেট করে দিতে।


এই তিনটি নতুন প্ল্যান লঞ্চ করে Excitel CEO বিবেক রায়না বলছেন, 'করোনার সংক্রমণ এই মুহূর্তে রুখতে পারবে ইন্টারনেট। এখন বহু মানুষই বাড়িতে রয়েছেন এবং বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোমও করছেন Covid-এর সঙ্গে মোকাবিলা করার জন্য। আর সেই যুদ্ধকেই সাপোর্ট করতে আমরা Excitel-এর তরফে একটি Stay At Home বান্ডল প্যাক লঞ্চ করতে চেয়েছিলাম, যাতে মানুষজন বাড়িতে থেকে বিপুল পরিমাণ ইন্টারনেটের সাহায্যে অফিসের কাজ, অনলাইনে পড়াশোনা, স্ট্রিমিং, গেমিং-সহ একাধিক কাজ কোনও বাধা ছাড়াই করতে পারেন।'

আরও পড়ুন: Reliance Jio-র এই প্ল্যানে 4 টাকারও কম খরচে রোজ 1GB ডেটা, এক বছরের ভ্যালিডিটি

গত বছর ভারতে করোনার প্রথম পর্যায়ের ঢেউ আছড়ে পড়তেই বহু জায়গায় কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে পড়ুয়াদের পড়াশোনা শুরু হয়ে যায়। আর তাতেই আনলিমিটেড ইন্টারনেটের চাহিদা ব্যাপক ভাবে বাড়তে থাকে দেশে। এমনই এক সময়ে Excitel-এর ব্যবসা ফুলে ফেঁপে ঢোল হয়! কোম্পানির সিইও বিবেক রায়না আরও বললেন যে, 2020 সালে একদিকে যেমন তাঁর সংস্থা গড় প্রতি কাস্টোমার দ্বিগুণ করে ফেলেছে, তেমনই আবার ইউজার বেসেও 75% বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন: BSNL-এর 2,399 টাকার প্ল্যানে 437 দিন রোজ 3GB ডেটা

খুব সম্প্রতি Excitel তাদের ব্রডব্যান্ড পরিষেবা দেশের আরও 10টি শহরে চালু করেছে। 2021 সালের প্রথম কোয়ার্টারেই সেই কাজ করে দেখিয়েছে এই ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার। নতুন সেই 10 শহরের তালিকায় রয়েছে, তেলঙ্গানার নিজ়ামবাদ ও খাম্মাম, রাজস্থানের রাওয়াতসর, কাকিনাড়া ও ভিমাভরম, অন্ধ্রপ্রদেশের ফারুক্কাবাদ, পাদ্রাউনা, আকবরপুর এবং উত্তরপ্রদেশের সোনভদ্র ও কর্ণাটকের ম্যাঙ্গালোর।

পরের খবর