অ্যাপশহর

20 কোটির বেশি স্প্যাম কল করা হয়েছে এই একটি নম্বর থেকে! জানতেন?

Global Spam Report: ওই রিপোর্টে বলা হয়েছে চলতি বছরে ভারতে স্প্যাম কল অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এতটাই বৃদ্ধি পেয়েছে ওই তালিকায় ভারতের স্থান গতবছর ছিল 9 নম্বরে। কিন্তু এবছর এক লাফে 4 নম্বরে উঠে এসেছে।

EiSamay.Com 17 Dec 2021, 10:15 pm
শুধুমাত্র 2021 সালে প্রতিটি স্প্যাম নম্বর থেকে 202 মিলিয়ন অর্থাৎ 20 কোটিরও বেশি বার স্প্যান কল করা হয়েছে। কলার আইডি ডিটেক্ট অ্যাপ trueCaller এমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই পুরো বিষয়টি জানা গেছে। ওই পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন 6 লাখ 64 হাজার ফোন করে ব্যবহারকারীদের বিরক্ত করা হয়েছে। এবং প্রতিঘণ্টায় 27 হাজারেরও বেশি কল করা হয়েছে এক একটি নম্বর থেকে।
EiSamay.Com Truecaller spam call


বিস্তারিত-

প্রত্যেকের কাছেই দৈনিক একাধিক নম্বর থেকে বিভিন্ন প্রোমোশনাল কল যায়। সেগুলিকেই মূলত স্প্যাম কল বলা হয়। Mobile number spoofing- পদ্ধতি ব্যবহার করে স্প্যাম কল করা হয়। সেই বিষয়টি নিয়েই annual Global Spam Report প্রকাশ করেছে truecaller।

ওই রিপোর্টে বলা হয়েছে চলতি বছরে ভারতে স্প্যাম কল অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এতটাই বৃদ্ধি পেয়েছে ওই তালিকায় ভারতের স্থান গতবছর ছিল 9 নম্বরে। কিন্তু এবছর এক লাফে 4 নম্বরে উঠে এসেছে। তালিকায় সবথেকে উপরে রয়েছে ব্রাজ়িল। যেখানে প্রত্যেক মোবাইল ব্যবহারকারী প্রতি মাসে 33টি করে স্প্যাম কল পায়। এর পর রয়েছে পেরু। যেখানে মোবাইল ব্যবহারকারীরা গড়ে 18টি করে স্প্যাম কল পায়।
ফোনে Truecaller রয়েছে? তাহলে কল রেকর্ডিং এবার আরও সহজ
annual Global Spam Report-এ প্রকাশ ভারতে প্রত্য়েক মোবাইল ব্যবহারকারী গড়ে 16.8টি করে স্প্য়াম কল পায়। হয়তো এতে মনে হতে পারে সংখ্যাটা খুব একটা বেশি নয় কিন্তু ভারতে শুধুমাত্র অক্টোবর মাসে মোট 3.8 বিলিয়ন স্প্যাম কল করা হয়েছে। তার মধ্যে 93 শতাংশ কলই টেলি মার্কিটিং।


স্প্যাম কল বাড়লেও স্ক্যাম কলের সংখ্যা বেশ কিছুটা কমেছে। TrueCaller জানিয়েছে ভারতে Scam Call এর হার 9 শতাংশ থেকে কমে 1.4 শতাংশে পৌঁছেছে। তবে সবথেকে বেশি স্ক্যাম কল হয়েছে KYC সংক্রান্ত বিষয় নিয়ে।

ওই রিপোর্টে বলা হয়েছে , OTP-র মাধ্যমে বিভিন্ন মোবাইল ব্যবহারীর সঙ্গে প্রতারণা করে প্রতারকরা। এবং সেক্ষেত্রে KYC আপডেট বা KYC সংযুক্ত করা নিয়েই প্রতারণা করে তারা। সেই বিষয়টিও ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে।

Truecaller-এর ভুতুড়ে কল ফিচারটি জানেন? বিপদে আপনার কাজে আসতে পারে
বিশ্বব্যাপী ট্রুকলার 184.5বিলিয়ন কল এবং 586 বিলিয়ন মেসেজ ডিটেক্ট করতে পেরেছে Truecaller। তারমধ্যে 37.8 বিলিয়ন স্প্যাম কল ব্লক করেছে সংস্থাটি। এবং 182 বিলিয়ন মেসেজও ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার ওই রিপোর্টে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল