অ্যাপশহর

সাবধান! এই 7 অনলাইন প্রতারণার খপ্পরে সর্বহারা হতে পারেন আপনি...

Dangerous Online Scams: দেশজুড়ে মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলেছে অনলাইন প্রতারণা। আর এমনই এক সংকটজনক পরিস্থিতিতে আপনার সতর্ক থাকা ছাড়া দ্বিতীয় আর কোনও উপায় নেই। পাশাপাশি, জেনে নিতে হবে, কোন কোন উপায়ে আপনি প্রতারিত হতে পারেন।

Lipi 10 Sep 2021, 7:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে 'ডিজিটাল জীবনযাত্রা' যতই জনপ্রিয় হচ্ছে, ততই অনলাইন প্রতারণারও বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সম্প্রতি, ভারত সরকারের তরফ থেকে অনলাইন প্রতারণা রুখতে 155260 হেল্পলাইন নম্বর শুরু করা হয়েছে। কিন্তু, তার পরেও প্রায় প্রতিদিনই মানুষকে বোকা বানিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে চলেছে অনলাইন জালিয়াতরা। মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে খুব সহজেই এই কাজ করতে পারছে স্ক্যামাররা। সুরক্ষিত থাকতে এই সাতটি অনলাইন প্রতারণা সম্পর্কে অবগত হয়ে যান।
EiSamay.Com Online Scam


ব্যাঙ্ক অথবা পেটিএম KYC

এই প্রতারণার ফাঁদে পড়ে অনলাইনে টাকা হারিয়েছেন অনেকেই। এই স্ক্যামে প্রথমে আপনার কাছে একটি কল আসবে। কোনও একটি কাস্টোমার কেয়ার থেকে কল করা হচ্ছে বলে দাবি করবে প্রতারকরা। পেটিএম অথবা ফোনপের মতো অ্যাপের KYC-র জন্য কল করা হয়েছে বলেও জানাতে পারে স্ক্যামাররা। একই সময়ে আপনাকে একটি SMS-এর মাধ্যমে লিঙ্কও পাঠানো হবে। KYC আপডেট না করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এমনই আশঙ্কার কথা আপনাকে শোনাবে প্রতারকা। এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে আপনার ফোনে AnyDesk অথবা TeamViewer অ্যাপ ইনস্টল করা হবে। এই অ্যাপ ব্যবহার করে আপনার ফোনের স্ক্রিনে সব কিছু দেখতে পাবে প্রতারকরা এবং আপনি পাসওয়ার্ড টাইপ করলে তা-ও দেখে ফেলবে। আর মুহূর্তেই আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব হয়ে যাবে!

OLX

বাড়ির পুরনো জিনিস বিক্রি করার জন্য অনেকেই OLX-এ বিজ্ঞাপন দিয়ে থাকেন। অনেক সময় বিজ্ঞাপন দেখার পরেই আপনার কাছে সেই জিনিস কিনতে আগ্রহী মানুষের ফোন আসতে শুরু করে। মূলত, UPI-এর মাধ্যমে এই প্রতারণা চলতে থাকে। ফোনের অপর প্রান্তে মানুষটির সঙ্গে দাম ঠিক করার পরেই সে Google Pay অথবা অন্য কোন UPI-এর মাধ্যমে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। যদিও, এই সময় আপনার কাছে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠাবে প্রতারক। আর এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে PIN দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে প্রতারকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

সিম কার্ড আপগ্রেড

এই উপায়ে আপনার সিম কার্ডের একটি নকল ভার্সন তৈরি করে থআকে সাইবার ক্রিমিনালরা। আর তার ঠিক পরেই শুরু হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার কাজ। নতুন সিম কার্ড অ্যাক্টিভ হয়ে গেলেই আপনার পুরনো সিম কার্ড আর কাজ করবে না। এর পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব OTP নিজেদের ফোনে পেয়ে যাবে সাইবার ক্রিমিনালরা। এই OTP ব্যবহার করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফারের কাজটিও শুরু হবে। মূলত, জিও অথবা এয়ারটেল কাস্টমার কেয়ার থেকে কল করার নামে এই প্রতারণা শুরু করবে ক্রিমিনালরা। আপনার মোবাইল পরিষেবা আরও ভালো করার উদ্দেশ্যেই নিয়মিত গ্রাহকদের এই ধরনের কল করা হয় বলে জানাবে প্রতারকরা।

অনলাইন কেনাকাটার রিফান্ড

এই উপায়ে অনলাইন কেনাকাটার রিফান্ডের নাম করে প্রতারণা করা হয়। গ্রাহককে তাঁর সাম্প্রতিক কেনাকাটার রিফান্ডের নাম করে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় সাইবার ক্রিমিনালরা।

ক্যাশব্যাক রিফান্ড

WhatsApp অথবা SMS-এর মাধ্যমে এই ধরনের প্রতারণা শুরু হয়। এমনতর মেসেজের মধ্যে থাকে ফিশিং অ্যাটাকের লিঙ্ক। এই উপায়ে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়। এছাড়াও, ATM কার্ড ও UPI পিন জেনেও অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলে।

সেক্স ভিডিয়োয় আপনার মুখ! ইনস্টায় প্রতারণার ফাঁদ জামতাড়া গ্যাংয়ের
ভিশিং

এই উপায়ে আপনাকে ফোন করে OTP জানতে চাইবে স্ক্যামাররা। আপনি সেই OTP দিয়ে দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দখল নেবে প্রতারকরা।

ফোনে সেভ করেছেন আধার-প্যান নম্বর থেকে এটিএম পিন? এখনই ডিলিট করুন...
USB চার্জিং পোর্ট

আপনি যখনই পাবলিক প্লেসে কোন চার্জর ব্যবহার করে ফোন চার্জ করে তখন USB কেবেলের মাধ্যমে আপনার ফোনে ম্যালওয়্যার ইনস্টল করবে প্রতারকরা। প্রতারণার এ-ও এক ভয়ঙ্কর পদ্ধতি। পরে এই ম্যালওয়্যারের মাধ্যমে জালিয়াতরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্য হাতিয়ে নেবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর