অ্যাপশহর

Mobile App: সব তথ্য যাচ্ছে হ্যাকারদের কাছে! দ্রুত ডিলিট করুন এই 17 জনপ্রিয় অ্যাপ

​অনলাইনে কোনও কাজ করার সময় সবসময় সতর্ক থাকা প্রয়োজন। কারণ কোনও কারণে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে গেলে খুব বিপদে পড়তে পারেন আপনি। সেকারণে সবসময় সতর্ক থাকা প্রয়োজন।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 20 Jun 2022, 7:04 pm
যত দিন যাচ্ছে ততই অনলাইন প্রতারণার ঘটনা বাড়ছে। ব্যাঙ্কিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা ঘটাচ্ছে প্রতারকরা। এরজন্য় বিভিন্ন অবৈধ অ্যাপ ব্যবহার করছে তারা। এই প্রতিবেদনের মাধ্যমে এমন কয়েকটি অ্যাপের নাম জানতে পারবেন যেগুলি আপনার ফোনে থাকলে যত দ্রুত সম্ভব ডিলিট করুন। কারণ ওই অ্যাপগুলির মাধ্যমে পাসওয়ার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা।
EiSamay.Com app delete


অনলাইনে কোনও কাজ করার সময় সবসময় সতর্ক থাকা প্রয়োজন। কারণ কোনও কারণে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে গেলে খুব বিপদে পড়তে পারেন আপনি। সেকারণে সবসময় সতর্ক থাকা প্রয়োজন।
সবুরে মেওয়া ফলে! 4G টাওয়ারেই 'ঝড়ের বেগে’ 5G স্পিড দেবে BSNL
বর্তমানে তথ্য চুরির জন্য প্রতারকরা একাধিক অ্যাপ ব্যবহার করে। সেই অ্যাপগুলি ফোনে ইনস্টল করা হলে ফোনের তথ্য চুরি করে সেগুলি। এবং নির্দিষ্ট সার্ভারে পাঠাতে শুরু করে। সেখান থেকে প্রতারকরা খুব সহজেই সেই তথ্য অ্যাকসেস করতে পারে। আর সেকারণে সচেতন থাকা প্রয়োজন। সম্প্রতি এমন 17টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে যেগুলি ফোনে থাকলে সমস্যায় পড়তে পারেন আপনি। তথ্য চুরির অভিযোগ উঠেছে অ্যাপগুলির বিরুদ্ধে। জেনে নিন অ্যাপগুলির নাম কী কী-
  • 1) Document Manager
  • 2) Coin Track Loan-Online Loan
  • 3) Cool caller Screen
  • 4) PSD Auth Protector
  • 5) RGB Emoji Keyboard
  • 6) Camera Translator Pro
  • 7) Fast PDF Scanner
  • 8) Air Balloon Wallpaper
  • 9) Colorful Messenger
  • 10) Thug Photo Editor
  • 11) Anime Wallpaper
  • 12) Peace SMS
  • 13) Happy Photo Collage
  • 14) Pellet Mesage
  • 15) Smart Keyboard
  • 16) 4K Wallpapers
  • 17) Original Messenger
বিশেষজ্ঞদের কী বক্তব্য?
বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অ্যাপগুলি ফোনে থাকলে যত দ্রুত সম্ভব ডিলিট করা দরকার। এরসঙ্গে বেশ কয়েকটি সতর্কবার্তা দিয়েছেন। তাদের কথায়, সঠিক সোর্স ছাড়া কোনও অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। যেমন Google Play Store থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত। এছাড়াও অন্যদিকে ডেটা সুরক্ষিত রাখার জন্য কোনও লিঙ্কে ক্লিক করা উচিত নয়। কারণ এর ফলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এমনকী, অনেক অ্যাপ কথা-বার্তাও রেকর্ড করতে সমর্থ।

Read More- চেষ্টা করেও হ্যাক হবে না আপনার প্রোফাইল! জানুন পাসওয়ার্ড সেট করার জবরদস্ত টোটকা
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল