অ্যাপশহর

Tecno Spark 7 ভারতে আসছে 9 এপ্রিল, কম দামে আকর্ষণীয় ফিচার্স

Tecno Spark 7 ফোনটি ভারতে 9 এপ্রিল লঞ্চ করছে। Amazon India টিজার পেজ থেকে জানা গিয়েছে, এই ফোনে একটি 6000mAh ব্যাটারি থাকছে। সেই সঙ্গেই Tecno Spark 7 স্মার্টফোনের রিয়ার প্যানেলেও থাকবে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

EiSamay.Com 3 Apr 2021, 8:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে ফের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Tecno। চলতি মাসের 9 এপ্রিল ভারতে লঞ্চ করছে Tecno Spark 7। ইতিমধ্যেই Amazon India-তে এই ফোনের একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই Tecno Spark 7 মডেলের ফিচার্স, স্পেসিফিকেশনস এবং ডিজাইন সম্পর্কে একটা ধারণা মিলেছে।
EiSamay.Com Tecno Spark 7


Tecno Spark 7 হ্যান্ডসেটে থাকছে একটি নচড্ ডিসপ্লে এবং একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উজ্জ্বল নীল রঙের এই হ্যান্ডসেটের রিয়ার ডিজাইনে থাকছে একটি প্যাটার্নও। ফোনের ঠিক ডান দিকেই রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। কানেক্টিভিটির জন্য ফোনটিতে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্ট। এছাড়াও Amazon India টিজার পেজ থেকে জানা গিয়েছে, এই ফোনে একটি 6000mAh ব্যাটারি থাকছে। সেই সঙ্গেই Tecno Spark 7 স্মার্টফোনের রিয়ার প্যানেলেও থাকবে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।


এই ফোনটির ফিচার্স এবং স্পেসিফিকেশনস সম্পর্কে Tecno-র তরফে এর থেকে বেশি তথ্য জানানো হয়নি। তবে, GSMArena-র একটি রিপোর্টে ফোনটির আরও দুটি কালার ভ্যারিয়্যান্টের উল্লেখ করা হয়েছে, যার একটি সবুজ এবং অপরটি কালো। টাইম-ল্যাপস ভিডিয়ো, বোকেহ ভিডিয়ো এবং স্লো-মো ভিডিয়ো ইত্যাদি একাধিক ফিচার্স থাকছে এই ফোনের ক্যামেরা সেটআপে।

গত বছর সেপ্টেম্বরে ভারতে লঞ্চ করেছিল Tecno Spark 6। সেই মডেলেরই পরবর্তী প্রজন্ম হল এই Tecno Spark 7। এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে পারফরম্যান্সের জন্য MediaTek-এর Helio G70 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি Android 10 আউট অফ দ্য বক্স দ্বারা চালিত।

Vivo X60t লঞ্চ হল MediaTek Dimensity 1100 প্রসেসর সহযোগে, জানুন দাম ও ফিচার্স
ফোটোগ্রাফি ডিপার্টমেন্টের দিক থেকে এই Tecno Spark 6 ফোনে একটি 16MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের সামনে সেলফির জন্য একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। সেই সঙ্গেই থাকছে একটি ফ্ল্যাশও। এছাড়াও এই ফোনে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি পাঞ্চ-হোল কাট দেওয়া হয়েছে। কমলা, কালো, নীল এবং বেগুনি এই তিনটি কালার ভ্যারিয়্যান্ট রয়েছে Tecno Spark 6 ফোনের।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল