অ্যাপশহর

প্রি-অর্ডারের টাকা ফেরত Starlink এর? জোর জল্পনা স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে

Starlink জানিয়েছে, Department of Telecom এর কাছ থেকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ পাওয়ার পরেই টাকা ফেরত দেওয়া শুরু করেছে তারা। আর এর পরেই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে শুরু জল্পনা...

EiSamay.Com 4 Jan 2022, 5:56 pm
প্রি অর্ডার-এর টাকা ফেরত দেওয়া শুরু করল Starlink। সংস্থার তরফে একটি করে email পাঠিয়ে প্রি-অর্ডারের টাকা ফেরতের বিষয়টি জানানো হচ্ছে। এবং তার সঙ্গে টাকা ফেরতও দেওয়া হচ্ছে। এবিষয়ে Starlink জানিয়েছে, Department of Telecom এর কাছ থেকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ পাওয়ার পরেই টাকা ফেরত দেওয়া শুরু করেছে তারা।
EiSamay.Com starlink service


অপ্রয়োজনীয় SMS জ্বালাচ্ছে? এই নম্বরে অভিযোগ করুন!
ভারতে স্যাটেলাইট পরিষেবা দেওয়ার জন্য একপ্রকার কোমর বেঁধে নেমেছিল Starlink। সংস্থার ভারতের প্রধান, সঞ্জয় ভার্গভ জানিয়েছিলেন, সম্ভবত 2022 সালের জানুয়ারি মাসের মধ্যে ভারতে ব্যবসা করার লাইসেন্স পেয়ে যাবে। এবং তারপরেই প্রযুক্তিগত কাজ শুরু করবে তারা। এমনকী চলতি বছরের শেষের দিকে পরিষেবা দেওয়াও শুরু করা সম্ভব হবে বলে মনে করেছিলেন তিনি। প্রথমে ভারতের 10টি লোকসভা এলাকায় পরিষেবা দেওয়ার কথা ছিল Starlink-এর। মূলত গ্রামীণ অঞ্চল অন্তর্গত 10 লোকসভা এলাকা বাছা হয়েছিল। এরপরেই হঠাৎ করে প্রি অর্ডারের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তে মনে করা হচ্ছে ভারতে পরিষেবা চালু করার বিষয়ে এখনও বেশ কিছুটা সময় লাগবে।


একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, Starlink এর তরফে যে ইমেইল করা হয়েছে তাতে লেখা হয়েছে, DoT এর নির্দেশে প্রি অর্ডারের সব টাকা ফেরত দেওয়া হচ্ছে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত কোনও প্রি অর্ডার নেওয়া হবে না বলে জানিয়েছে তারা। এরসঙ্গে তারা জানিয়েছে, লাইসেন্স কবে পাওয়া যাবে সেনিয়ে যেহেতু নির্দিষ্ট কোনও সময়সীমা জানা যায়নি। এরসঙ্গে আরও বেশ কয়েকটি সমস্য়া রয়েছে। যেগুলি সমাধান করলে তবেই ভারতে লাইসেন্স পাওয়া যাবে। তাই সেসব দিক বিবেচনা করে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমিত সময়ের অফার! প্রিপেড রিচার্জে অতিরিক্ত 90দিন বৈধতা BSNL-এর
যদিও গত বছরের ডিসেম্বর মাসে নিজের Linkedin প্রোফাইলে একটি নথি শেয়ার করেন Starlink-এর ইন্ডিয়া হেড সঞ্জয় ভার্গভ। সেখানে তিনি লেখেন, 31 জানুয়ারি 2022 এর মধ্যে ভারতে ব্যবসা করার লাইসেন্স পেয়ে যাবেন বলে আশা করছেন। পরিষেবা নেওয়ার জন্য ইতিমধ্যে 5000 প্রি-অর্ডারও পেয়েছিল সংস্থাটি। গতবছরই DoT এর একটি নির্দেশের পর প্রি অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়। যদিও তখন প্রি অর্ডারের টাকা ফেরতের বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। কিন্তু চলতি বছরের শুরুতেই প্রি অর্ডারের টাকা ফেরত দেওয়া শুরু করে Starlink। এছাড়াও ভারতে প্রায় 2 লাখ Starlink ডিভাইস নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল